Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:৫২, ১৮ সেপ্টেম্বর ২০২০

ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার ওসাকার

দাপটের সঙ্গে জিতে নিয়েছিলেন করোনাভাইরাস মহামারির মধ্যে অনুষ্ঠিত ইউএস ওপেন। আশা ছিল, ছন্দ ধরে রাখবেন ফরাসি ওপেনেও। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তা পারলেন না। ক্লে কোর্টের টুর্নামেন্টটি থেকে নাম প্রত্যাহার করে নিলেন নওমি ওসাকা।

বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্ল্যামটি শুরু হওয়ার কথা ছিল ২৭ সেপ্টেম্বর। তাতে খেলা হবে না বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ওসাকা।

“আমি ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারব না।”

“আমার হ্যামস্ট্রিংয়ের ব্যথাটা এখনো রয়েছে। ক্লে কোর্টের টুর্নামেন্টটির জন্য প্রস্তুতি নেওয়ার মতো যথেষ্ট সময় পাব না। দুটি টুর্নামেন্ট আমার জন্য খুব অল্প সময়ের মধ্যে চলে এসেছে।”

গত সপ্তাহে ইউএস ওপেনের ফাইনাল খেলার সময় বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পান ওসাকা। তবে একপর্যায়ে টেপ মোড়াতে হয় তাকে। তবে চোট নিয়ে প্রথম সেটে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ১-৬, ৬-৩, ৬-৩ গেমে হারান ওসাকা। দ্বিতীয়বারের মতো তুলে ধরেন টুর্নামেন্টটির শিরোপা।

নারী টেনিস এককে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর তারকার অপর গ্র্যান্ড স্ল্যামটি জিতেছিলেন ২০১৯ সালে, অস্ট্রেলিয়ান ওপেনে। তবে ফরাসি ওপেনে একবারও তৃতীয় রাউন্ড উতরাতে পারেননি।

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়