Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪, ১৯ সেপ্টেম্বর ২০২০

দুই মাসের জন্য মাঠের বাইরে আগুয়েরো!

হাঁটুর চোটের জেরে নতুন মৌসুমের প্রথম দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা সের্হিও আগুয়েরোকে। এই চোটের কারণে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপের বাছাইয়ের জন্য আর্জেন্টিনা দলেও জায়গা হয়নি তার।

ক্লাবের হয়ে আগুয়েরো সবশেষ মাঠে নেমেছিলেন জুনে। এরপর তার বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয় তাকে। ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো আর খেলা হয়নি তার। ছিলেন না চ্যাম্পিয়নস লিগের নক-আউট পর্বের ম্যাচগুলোতেও।

এরই মধ্যে চোট অনেকটা কেটে উঠেছেন আগুয়েরো। কিন্তু ম্যাচ খেলার মতো ফিটনেসে এখনো ফিরতে পারেননি এই স্ট্রাইকার। অনুশীলন চালিয়ে যাচ্ছেন একা একা। নিশ্চিতভাবে সোমবার রাতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে খেলতে পারবেন না ৩২ বছর বয়সী এই ফুটবলার।

আগুয়েরোকে পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানান ম্যানসিটি’র কোচ গার্দিওলা, “আমরা জানতাম, চোটটা বেশ জটিল ছিল। সে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার প্রস্তুত হতে এক বা দুই মাস লাগতে পারে।”

“তাকে মাঠে ফিরে আসতে হবে এবং তার শারীরিক ফিটনেসটা ফিরে পেতে হবে। সের্হিও আগুয়েরো লম্বা সময় ধরে মাঠের বাইরে। খুব দ্রুত সে শারীরিক অবস্থাটা আগের মতো ফিরে পাবে বলে মনে হয় না। আমার মনে হয়, তার প্রস্তুত হতে এক-দুই মাস লাগতে পারে।”

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়