Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২০

উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে চেন্নাই

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা পরিস্থিতির মাঝেই আজ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-টোয়েন্টি টুনার্মেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে  ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আবু ধাবিতে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা রয়েছে।

শুরুতেই টস পর্ব। ত্রয়োদশ আইপিএলের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। 

দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে এবারের আইপিএল। এছাড়া থাকছে না আইপিএলের অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠা কোনো চিয়ারলিডার। এ ব্যাপারে বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের এই সংকটজনক অবস্থায় চিয়ারলিডারদের নাচ সম্পূর্ণভাবে অর্থহীন। বোর্ডের এমন সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স মিস করবে লাসিথ মালিঙ্গার মত ম্যাচ উইনারকে। এদিকে এই ম্যাচ দিয়েই প্রায় এক বছর পর বাইশ গজে ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মহেন্দ্র সিং ধোনি। প্রথম ম্যাচটি জয় দিয়েই শুরু করতে চাইবে দুই দল। সেক্ষেত্রে জমজমাট একটি লড়াইয়ের সাক্ষী হতে পারেন ক্রিকেটপ্রেমীরা। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়