Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ২০ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২৩:০১, ২০ সেপ্টেম্বর ২০২০

আইপিএল: আজ মুখোমুখি দিল্লি-পাঞ্জাব

সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়ে গেছে আইপিএল টি-টোয়েন্টির মহারণ। ত্রয়োদশ আসরের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামতে যাচ্ছে উত্তর ভারতের দুই ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস ও কিংস এলিভেন পাঞ্জাব। রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।

ব্যাটিং: কাগজে কলমে সব চেয়ে গোলাবারুদসম্পন্ন টি-টোয়েন্টি ব্যাটিং রয়েছে প্রীতি জিনতার দলের। ক্রিস গেল এবং তার দেশের নিকোলাস পুরানের সঙ্গে দুরন্ত ফর্মে থাকা অস্ট্রেলীয় গ্লেন ম্যাক্সওয়েল। শুরুতে কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল। ভারতীয়দের মধ্যে আছেন সরফরাজ খান। দিল্লি ক্যাপিটালসের হাতে সেরা ভারতীয় ব্যাটসম্যানেরা রয়েছে। পৃথ্বী শ, শিখর ধওয়ন, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ। ওয়েস্ট ইন্ডিজের বিগহিটার শিমরন হেটমায়ার আছেন। অজিঙ্ক রাহানের জায়গা হয় কি না, দেখার। অস্ট্রেলীয় মার্কাস স্টোইনিস বা অ্যালেক্স ক্যারিকে ফিনিশার হিসেবে ব্যবহার করতে পারে তারা।

বোলিং: কিংস ইলেভেন পাঞ্জাবের স্পিন বিভাগ আহামরি কিছু নয়। যা তাদের ভোগাতে পারে। আফগানিস্তানের মুজিব-উর-রহমান, ভারতীয় কৃষ্ণাপ্পা গৌতম, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা রবি বিষ্ণোই আছেন। পেস বোলিংয়ে মহম্মদ শামির সঙ্গী ওয়েস্ট ইন্ডিজের সেই ‘নোটবুক’ উৎসব করে বিখ্যাত শেল্ডন কোট্রেল। বাংলার ঈশান পোড়েলকেও দেখা যেতে পারে। অন্য দিকে, আমিরশাহিতে যদি স্পিন ধরে, দিল্লির দুরন্ত স্পিন আক্রমণ তাদের তুরুপের তাস হয়ে উঠবে। অশ্বিন, লেগস্পিনার অমিত মিশ্র, বাঁ হাতি অক্ষর পটেল, নেপালের লেগস্পিনার সন্দীপ লামিছানে। বৈচিত্রও আছে। পেস বিভাগে আকর্ষণ কাগিসো রাবাডা, কিমো পল, ইশান্ত শর্মা।

সম্ভাব্য প্রথম একাদশ

কিংস ইলেভেন: কে এল রাহুল, ক্রিস গেল, মায়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান/মনদীপ সিংহ, কে গৌতম, মুজিব-উর-রহমান, মহম্মদ শামি, ঈশান পোড়েল, রবি বিষ্ণোই।

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধওয়ন, শিমরন হেটমায়ার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মার্কাস স্টোইনিস/অ্যালেক্স ক্যারি, অক্ষর পটেল/অমিত মিশ্র, কিমো পল, অশ্বিন, রাবাডা, ইশান্ত শর্মা।

সাম্প্রতিক ফল: শেষ পাঁচ বারে চার বার জিতেছে পাঞ্জাব। কিন্তু শেষ সাক্ষাতে জিতেছে দিল্লি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়