Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ২১ সেপ্টেম্বর ২০২০

মৌসুম শুরুর ম্যাচে রোনালদোর গোল

সেরি আয় নিজেদের প্রথম ম্যাচে সাম্পদোরিয়ার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে জুভেন্তাস। ২০ বছর বয়সী তরুণ দেইয়ান কুলুসেভসকি এবং বোনুচ্চির পাশাপাশি সহজ এই জয়ে গোলের দেখা পেয়েছেন দলটির সবচেয়ে বড় তারকা রোনালদো।

সিনিয়র দলের হেড কোচ হিসেবে এটি ছিল আন্দ্রেয়া পিরলোর প্রথম ম্যাচ।

সুইডিশ উইঙ্গার কুলুসেভসকি নিজের অভিষেক ম্যাচে ১৩তম মিনিটে এদিন বল জালে পাঠান। বোনুচ্চি এবং রোনালদো ব্যবধান বাড়ান দ্বিতীয়ার্ধে।

সিরি আ’র অন্য ম্যাচের মতো এদিন অল্প কিছু দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেয়া হয়। ইতালিয়ান সরকারের নীতিমালা অনুযায়ী টিকিট পান ১ হাজার মানুষ। সেই মার্চের পর এই প্রথম দর্শকেরা মাঠে আসলেন।

আগস্টে মাওরিসিও সাররিকে সরিয়ে পিরলোকে দায়িত্ব দেয় জুভেন্তুস। এর আগে কখনো সিনিয়র দলের ডাগআউটে দাঁড়াননি তিনি।

রোনালদো এদিন ম্যাচের শেষ দিকে গোল পেলেও শুরুতে কয়েকটি সুযোগ হাতছাড়া করেন। ২৪তম মিনিটে তার জোরালো শট ক্রসবারে লাগে। ১০ মিনিট পর আবারও হতাশ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। অ্যারন র‌্যামজির শট প্রতিপক্ষের পায়ে প্রতিহত হয়ে বল যায় তার পায়ে, এবারও শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

শেষ পর্যন্ত ৮৮তম মিনিটে সফল হন তিন। র‌্যামজির পাস ডি-বক্সে ডান দিকে পেয়ে কোনাকুনি শটে স্কোরলাইন ৩-০ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়