Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

প্রকাশিত: ২০:১৩, ২২ সেপ্টেম্বর ২০২০

ভিদাল এখন ইন্টারে

বার্সেলোনা থেকে আনুষ্ঠানিকভাবে ইন্টার মিলানে যোগ দিলেন আর্তুরো ভিদাল।

সবকিছুই চূড়ান্ত ছিল। শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি ছিল বলতে গেলে। ইন্টার ও বার্সা দুই পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে ভিদালের নতুন চুক্তির খবর।

চিলিয়ান এই মিডফিল্ডার ইতালিয়ান ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন।

এর আগে জুভেন্তাসের হয়ে ৪টি ইতালিয়ান লিগ শিরোপা জিতেছেন ভিদাল। আন্তোনিও কন্তে ছিলেন তখন জুভেন্তাসের কোচ। সেই কান্তে এখনইন্টার । পুরোনো কোচের ক্লাবেই নতুন মিশনে নামতে যাচ্ছেন ভিদাল।

২০১৮ সালে বায়ার্ন মিউনিখ থেকে দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন ভিদাল। কাতালান দলটির হয়ে ৯৬ ম্যাচে ১১ গোল করেন তিনি। জেতেন একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ।

তবে রোনাল্ড কোম্যান বার্সার দায়িত্ব নিয়েই জানিয়ে দেন ভিদাল তার পরিকল্পনায় নেই। এরপর থেকেই ভিদালের ক্লাব ছাড়ার আলোচনা চলছিল।

তবে আর্নেস্তো ভালভার্দে ও কিকে সেতিয়েনর অধীনেও বার্সার স্কোয়াডে নিয়মিত ছিলেন না ভিদাল। যদিও খেলোয়াড় হিসেবে নিবেদন ও টিমম্যান হিসেবে প্রশংসা কুড়িয়েছেন।

ভিদালের ইন্তারে যোগ দেওয়া নিশ্চিত হওয়ার পর বার্সায় তার দুই সতীর্থ-বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছিলেন। দুজনই আবেগী বার্তা দিয়েছিলেন।

২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত চার মৌসুম জুভেন্তাসে ছিলেন ভিদাল। সেখান থেকে পাড়ি দেন জার্মানিতে। ২০১৫-১৬ থেকে টানা তিন মৌসুম বুন্দেসলিগার শিরোপা জেতেন বায়ার্ন মিউনিখের হয়ে। ২০১৮-১৯ মৌসুমে বার্সেলোনার হয়ে জেতেন লা লিগা।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়