Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২০

আইপিএলে আজ মাঠে নামছে কলকাতা-মুম্বাই

আইপিএল’র চলতি আসরের পঞ্চম ম্যাচে মুখোমুখি হতে চলেছে  কলকাতা নাইট রাইডার্স ও  মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস এর কাছে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে এটি কলকাতা নাইট রাইডার্স এর এবারের আসরের প্রথম ম্যাচ।

আজ রাত ৮ টায় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে জি টিভিতে। এছাড়াও স্টার স্পোর্টস এর একাধিক চ্যানেল এবং একাধিক ভাষায় দেখা যাবে এই খেলা। আজকের ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: শুবমান গিল, সুনীল নারাইন, নীতীশ রানা, ইওন মরগান, দীনেশ কার্তিক (অধিনায়ক এবং উইকেট কিপার), আন্দ্রে রাসেল, রাহুল ত্রিপাঠি / রিঙ্কু সিং, পট কামিন্স, কুলদীপ যাদব, কমলেশ নাগরকোটি, প্রসিদ্ধ কৃষ্ণ।

মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট কিপার), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কেরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন / নাথন কুল্টার-নীল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ। 

এদিকে গতকালের ম্যাচে ১৬ রানে জিতে এবারের আইপিএল অভিযান শুরু করেছে স্মিথের রাজস্থান।

আইনিউজ/এসডিপি

মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লিগের প্র...

Read more at: https://bangla.asianetnews.com/ipl-cricket/these-are-the-probable-first-11-of-kolkata-knight-riders-and-mumbai-indians-in-ipl-2020-spb-qh3p92

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়