Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৬:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২০

করোনায় আক্রান্ত ক্রিকেটার আবু জায়েদ রাহী

আবু জায়েদ রাহী

আবু জায়েদ রাহী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আবু জায়েদ রাহী। বাংলাদেশ দলের স্কিল ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের মধ্যে কভিড-১৯ এ পজিটিভ হওয়া একমাত্র খেলোয়াড় হলেন এই পেসার।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। তাতে বিসিবি’র প্রধান চিকিৎসক (স্পোর্টস ফিজিশিয়ান) ডা. দেবাশীষ চৌধুরী বলেছেন- “পেস বোলার আবু জায়েদ রাহী কভিড-১৯ পজিটিভ হয়েছেন। গাইডলাইন অনুযায়ী আইসোলেশনে থেকে তার চিকিৎসা হবে এবং পরবর্তীতে টেস্ট করানো হবে।”

রাহীকে আইসোলেশনে রাখা হয়েছে। আর রাহীর সঙ্গে থাকায় আলাদা রাখা হয়েছে আরেক পেসার এবাদত হোসেনকেও।

এর আগে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন শুরুর পর ওপেনার সাইফ হাসানের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। যদিও টানা দুই রিপোর্ট নেগেটিভ আসায় বর্তমানে করোনা মুক্ত তিনি। সাইফের করোনা মুক্তির খবর আসার পরদিনই রাহী রিপোর্ট পজিটিভ আসলো।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়