Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২০

চেলসির জয়ে হাভার্টসের হ্যাটট্রিক

হ্যাটট্রিক করলেন তরুণ আক্রমণাত্মক মিডফিল্ডার কাই হাভার্টস। জার্মান এই ফুটবলারের নৈপুণ্যে লিগ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির ক্লাব বার্নসলেকে উড়িয়ে দিয়েছে চেলসি।

লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে ৬-০ গোলের জয় পায় কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে আরও চার গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দেয় তারা।

হ্যাটট্রিক করে ব্লুদের বিশাল এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হাভার্টস। ২৮, ৫৫ ও ৬৫তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন চলতি গ্রীষ্মেই জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন থেকে চেলসিতে নাম লেখানো এই ফুটবলার। অন্যদের মধ্যে একটি করে গোল করেন রস বার্কলে, ট্যামি আব্রাহাম ও ওলিভিয়ে জিরোদ।

ম্যাচটিতে ২১ বছর বয়সী কাই হাভার্টসের পারফরম্যান্সে দারুণ খুশি চেলসি কোচ ল্যাম্পার্ড, “আমি কাইকে নিয়ে আনন্দিত। তার ক্ষেত্রে আমি যা চেয়েছিলাম এর সবটুকুই সে দেখিয়েছে। কারণ, কাই প্রাক মৌসুমে দলের সঙ্গে ছিল না।

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়