Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ২৪ সেপ্টেম্বর ২০২০

আজ ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামছে পাঞ্জাব

ফাইল ছবি

ফাইল ছবি

আইপিএল ২০২০-এর ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাব। বিরাট কোহলি ও কেএল রাহুল শিবিরের মধ্যে লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট দুনিয়া।

আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে পাঞ্জাবের। অন্যদিকে  কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে তাদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে ব্যাঙ্গালুরু।

জয়ের লক্ষ্যে আজ রাত আটটায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম পাঞ্জাব তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বিরাট কোহলিদের বিরুদ্ধে। 

স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। তাছাড়া হটস্টার এবং ডিজনিতে ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে। আজকের ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: অ্যারন ফিঞ্চ, দেবদূত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, জোশ ফিলিপ (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, উমেশ যাদব, ডেল স্টেইন, যুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনি।

কিংস ইলেভেন পাঞ্জাব: কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরান, সরফরাজ খান, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণোই, ক্রিস জর্ডন, শেলডন কোটরেল, মহম্মদ শামি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়