Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:১৪, ২৪ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২০:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২০

চলে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স

ডিন জোন্স

ডিন জোন্স

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ডিন জোন্স মারা গেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাভাষ্য দিতে মুম্বাইয়ে অবস্থান করছিলেন তিনি। হঠাৎই স্ট্রোকের পর বৃহস্পতিবার বিকেলে ৫৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

সকালেও ছিলেন পুরোপুরি সুস্থ একজন মানুষ। সকাল ১১টায় নাশতা সারেন। এরপর এদিনের আইপিএল ম্যাচের সম্প্রচারের ব্রিফিং সেশনে অংশ নেন। দক্ষিণ মুম্বাইয়ের হোটেল করিডরে সহকর্মীদের সঙ্গে কথা বলেন। কথা বলতে বলতেই হঠাৎ জোন্স পড়ে যান।

অ্যাম্বুলেন্সে করে দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

সম্প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টস এক বিবৃতে জানিয়েছে, ডিন জোন্সের মৃতদেহ অস্ট্রেলিয়ায় পাঠানোর জন্য অস্ট্রেলিয়ান হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন তারা।

এই প্রজন্ম তাকে ধারাভাষ্যকার হিসেবে চিনলেও জোন্স ছিলেন অসাধারণ খেলোয়াড়। অস্ট্রেলিয়ার হয়ে মোট ৫২টি টেস্ট এবং ১৬৪টি ওয়ানডে খেলেছেন তিনি। ১৯৮৪ থেকে ১৯৯২ পর্যন্ত আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্টে রান করেছেন ৩৬৩১। গড় ৪৬.‌৫৫। এর মধ্যে রয়েছে ১১টি শতরান এবং ১৪টি অর্ধশতরান।

অন্যদিকে ওয়ানডেতে রান করেছেন ৬০৬৮। গড় ৪৪.‌৬১। শতরান ৭টি এবং অর্ধশতরান ৪৬টি। ‘‌প্রফেসর ডিনো’‌ নামে পরিচিত জোন্স ওয়ানডেতে নিজের মারকুটে ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন। সম্প্রতি তিনি জায়গা পেয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমেও।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়