স্পোর্টস ডেস্ক
গাভাস্কারের ‘বিরক্তিকর’ মন্তব্যের কড়া জবাব আনুশকার
ফাইল ছবি
আইপিএলের ধারাভাষ্য দেয়ার সময় বিরাট কোহলির অপর্যাপ্ত অনুশীলন প্রসঙ্গে সুনীল গাভাস্কার যে মন্তব্য করেছেন তার সমালোচনা করেছেন ভারতের অধিনায়কের স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।
গাভাস্কারকে কিংবদন্তি সম্বোধন করলেও তার মন্তব্যকে ‘বিরক্তিকর’ বলেছেন আনুশকা। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘মিস্টার গাভাস্কার, আপনার বার্তা বিরক্তিকর ব্যাপার। একজন স্বামীর খেলার মধ্যে তার স্ত্রীকে কেন টেনে আনলেন, এর ব্যাখ্যা দিলে আমি আপনাকে পছন্দ করব।’
‘আমি নিশ্চিত আপনি বছরের পর বছর ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান রেখে ধারাভাষ্য দিয়েছেন। আপনার কি মনে হয়, আমার এবং আমাদের প্রতি আপনার সমপরিমাণ সম্মান আছে?’
‘আমি নিশ্চিত আমার স্বামীর পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে আপনার কাছে আরও অনেক শব্দ ছিল। এভাবে আমার নামটা টেনে আনাকে আপনি প্রাসঙ্গিক ভাবেন?
‘এটা ২০২০ সাল। আর ব্যাপারগুলো আমার জন্য সেই একই। কখন আমাকে ক্রিকেটে টেনে আনা বন্ধ হবে?’
‘আপনি এই ভদ্রলোকের খেলাটার একজন কিংবদন্তি। শুধু তাই বলতে চেয়েছি, যখন আপনার থেকে ওসব শোনার সময় আমার মনে যা এসেছিল।’
গাভাস্কার আসলে কী বলেছেন?
গাভাস্কারের কথা বলার যে ক্লিপটি ভাইরাল হয়েছে, সেটি নিয়ে কিছুটা বিভ্রান্তি আছে। এডিটেড কি না, উঠেছে সেই প্রশ্ন।
ক্রিকইনফো ক্লিপটি খতিয়ে দেখে জানিয়েছে, আকাশ চোপড়ার সঙ্গে কথা বলার সময় গাভাস্কার এভাবে মন্তব্য করেন, ‘একদম তাই (ক্রিকেটাররা অনুশীলনের পর্যাপ্ত সময় পাননি)। সে সবসময় চায়…সে জানে যত অনুশীলন করবে তত ভালো হবে। লকডাউনের সময় সে কেবল আনুশকার বোলিংয়ের বিপক্ষে অনুশীলন করেছে। এটা পর্যাপ্ত হচ্ছে না।’
অন্য কয়েকটি ক্লিপে দাবি করা হয়, গাভাস্কার ‘আনুশকার বল’ শব্দ ব্যবহার করেছেন। তিনি আসলে এ কথা বলেননি। বলেছেন এভাবে, ‘আনুশকার বোলিংয়ের বিপক্ষে…।’
লকডাউনের সময় বিরাট কোহলি একটি ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যায়, মুম্বাইয়ের বাড়িতে বিরাটকে বল করছেন আনুশকা। সেই ভিডিওর প্রসঙ্গ টেনেই গাভাস্কার এমন মন্তব্য করেন। ধারাভাষ্যের সময় ভিডিওটির কথা তিনি উল্লেখও করেন।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























