Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২১:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২০

স্ত্রীকে সঙ্গে নিয়ে নেশা করেন ভারতীয় ক্রিকেটাররা, জানালেন অভিনেত্রী

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড তারকাদের মাদক সেবন নিয়ে এমনিতেই উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। একের পর এক বেড়িয়ে আসছে বলিউড অভিনেতা-অভিনেত্রীদের নাম। এই তালিকায় আছে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুরসহ প্রায় অর্ধশত তারকার নাম। তবে এরই মাঝে ফেটেছে নতুন বোমা। আইপিএলের ক্রিকেটাররাও স্ত্রীদের সঙ্গে নিয়ে ওয়াশরুমে নেশা করেন বলে বিস্ফোরক তথ্য জানিয়েছেন বলিউডের উষ্ণতা জাগানো লাস্যময়ী অভিনেত্রী শার্লিন চোপড়া।

কিন্তু শার্লিন চোপড়ার এই মন্তব্য হয়তো সবকিছুকে ছাড়িয়ে গেছে। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, আইপিএলেও নিয়মিত মাদক ব্যবহার করা হয়!

এই মডেল অভিনেত্রী জানিয়েছেন, ক্রিকেট ম্যাচে রমরমিয়ে চলে ড্রাগসের ব্যবহার। এমনকি স্বচক্ষে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ক্রিকেটারদের ম্যাচ শেষে স্ত্রীদের নিয়ে ওয়াশরুমে বসে কোকেন নিতে দেখেছেন বলেও দাবি করেছেন তিনি।

এ ব্যাপারে শার্লিন বলেন, কেকেআর-এর ম্যাচ শেষের পর একটি পার্টির আয়োজন করা হয়েছিলো। সেখানে ক্রিকেটাররা তো ছিলেনই, পাশাপাশি বলিউডের অনেক বড় তারকারাও উপস্থিত ছিলেন। আমি পার্টিটি উপভোগ করছিলাম। তিনি আরো বলেন, প্রচুর নাচানাচির পর আমি ক্লান্ত হয়ে পড়ি। তখন আমি ওয়াশরুমে যাই। সেখানকার পরিস্থিতি দেখে আমি চমকে যাই। মহিলা-ওয়াশরুম এলাকায় ক্রিকেট তারকাদের স্ত্রীরা একসঙ্গে কোকেন সেবন করছিলো। তারা আমাকে দেখে হাসে, আমিও হাসি দেই। আমার মনে হয় ভুল জায়গায় চলে এসেছি। এরপর চলে আসি। 

শার্লিনের এই বক্তব্য ক্রীড়ামহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে ফিক্সিং চক্রে নাম জড়িয়ে কলঙ্কিত হয়েছে আইপিএল। তবে এই টুর্নামেন্টের কোন আসরে এবং কোন ম্যাচের পর এমন ঘটনা ঘটেছে, তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি শার্লিন চোপড়া।

সূত্র: এবিপি নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়