স্পোর্টস ডেস্ক
চেন্নাই সুপার কিংসের টানা দ্বিতীয় হার
সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরে টানা দ্বিতীয় হারের স্বাদ পেলো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
গতরাতে টুর্নামেন্টের সপ্তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৪৪ রানে হারে চেন্নাই। তিন খেলায় ১জয় ও ২হার চেন্নাইয়ের। আর ২ খেলায় ২টিতেই জিতলো দিল্লি।
দুবাইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামে চেন্নাই। ব্যাট হাতে দারুণ সূচনা করেন দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ ও শিখর ধাওয়ান। ৬৪ বলে ৯৪ রানের জুটি গড়েন তারা। ২৭ বলে ৩৫ রান করে ধাওয়ান বিদায় নিলেও, হাফ-সেঞ্চুরি তুলে আউট হন পৃথ্বী। ৪৩ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৬৪ রান করেন তিনি। ধাওয়ান ও পৃথ্বী উভয়েই শিকার হন চেন্নাইয়ের স্পিনার পিযুষ চাওলার বলে।
১০৩ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর দলকে ২০ ওভারে ৩ উইকেটে ১৭৫ রানের পুঁজি এনে দেন ঋসভ পান্থ ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার। পান্থ ৫টি চারে ৩৭ রানে অপরাজিত থাকেন। ২২ বলে ২৬ রান করেন আইয়ার। চেন্নাইয়ের চাওলা ৩৩ রানে ২ উইকেট নেন।
১৭৬ রানের লক্ষ্যে ভালো শুরু পায়নি চেন্নাই। ৪৪ রানে টপ-অর্ডারে ৩ উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন ইনফর্ম দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস ও কেদার যাদব। ৩৯ বলে ৫৪ রানের জুটিও গড়েন তারা। কিন্তু আস্কিং রেট ততক্ষণ ১২ ছাড়িয়ে যায়।
শেষ দিকে, ঝড়ো রান তুলতে পারেনি চেন্নাই। ডু-প্লেসিস ৪৩, কেদার ২৬ ও ধোনি ১৫ রানে ফিরেন। ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান তুলে ম্যাচ হারে চেন্নাই।
ম্যাচ সেরা হয়েছেন দিল্লির পৃথ্বী।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























