Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ২৭ সেপ্টেম্বর ২০২০

আইপিএল: আজ মাঠে নামছে পাঞ্জাব-রাজস্থান

ফাইল ছবি

ফাইল ছবি

আজ আইপিএলে মুখোমুখি হতে বিধ্বংসী ফর্মে থাকা দুই দল। শারজায় হতে চলেছে কিংস ইলেভেন পঞ্জাব ও রাজস্থান র...

Read more at: https://bangla.asianetnews.com/ipl-cricket/match-prediction-of-kings-xi-punjab-vs-rajasthan-royals-in-ipl-2020-spb-qha49q

রোববার আইপিএলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে পাঞ্জাব-রাজস্থান। চলতি লিগে এখনও পর্যন্ত দুই ম্যাচ খেল ১টি ম্যাচে জিতেছে কিংস ইলেভেন পাঞ্জাব। 

অন্যদিকে রাজস্থান প্রথম ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করে চেন্নাইকে হারিয়ে জয় দিয়ে লিগ শুরু করেছে। ১৩ তম আইপিএলে এখনও পর্যন্ত দুশোর বেশি রান হাঁকানো দুই দল আজ মুখোমুখি হতে চলেছে।

অতিরিক্ত কোয়ারান্টিন সময়কালের কারণে রাজস্থানের প্রথম ম্যাচে পাওয়া যায়নি জোস বাটলারকে। আজকের ম্যাচে তিনি খেলবেন বলে মনে করা হচ্ছে। তাই বসে হতে পারে ডেভিড মিলারকে। শারজায় আইপিএল ২০২০-এর নবম ম্যাচটি মারাত্মক সংঘাত হতে পারে কারণ কেএল রাহুলের নেতৃত্বাধীন পাঞ্জাবের কাছে যা কিছু থাকা দরকার সবটাই রয়েছে।

গত ম্যাচে আরসিবি-কে তারা সব বিভাগেই টেক্কা দিয়েছে। অধিনায়ক কেএল রাহুল সেঞ্চুরি করেছেন। অন্যদিকে রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসন এবং স্টিভ স্মিথের দুর্দান্ত অর্ধ শতরানে ভর করে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল। সর্বোপরি তাদের কাছে জোফরা আর্চার, শ্রেয়স গোপাল এবং রাহুল তেওয়াতিয়া রয়েছেন।

আজ পাঞ্জাব-রাজস্থানের লড়াইটিও শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। গাজী টিভি, স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে এই ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। 

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ

যশস্বী জয়সওয়াল, জোস বাটলার, রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন, স্টিভেন স্মিথ, রিয়ান পারাগ, শ্রেয়স গোপাল, টম কারান, রাহুল তেওয়াতিয়া, জোফরা আর্চার, জয়দেব উনাদকাত।

কিংস ইলেভেন পঞ্জাবের সম্ভাব্য একাদশ

লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান, জেমস নীশাম, মহম্মদ শামি, মুরুগান আশ্বিন, শেল্ডন কট্রেল, রবি বিশনয়।

শারজা স্টেডিয়ামের মাঠ ছোটো। ফ্ল্যাট উইকেট ব্যাটসম্যানদের পক্ষে যাবে এবং বোলারা তেমন সুবিধা আদায় করতে পারবে না।

এর আগে ১৯ বার মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাব। ১০ বার জিতেছে রাজস্থান। বাকি ৯ বার জিতেছে পাঞ্জাব।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়