Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০২০

অস্ট্রেলিয়ার নতুন স্পন্সর ‘ডেটল’

ফাইল ছবি

ফাইল ছবি

চার বছরের চুক্তিতে অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে জার্মানির জীবাণুনাশক পণ্য সরবরাহকারী ব্র্যান্ড ডেটল। এতদিন ধরে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্পন্সর ছিলো জিলেট।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে জানানো হয়েছে, নারী এবং পুরুষ ক্রিকেট দলের পাশাপাশি দেশটির ৩ হাজার ৪৫৫টি ক্লাবে ডেটল সরবরাহ করবে কোম্পানিটি।

ডেটলের সঙ্গে চুক্তি করে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘দীর্ঘদিনের সুনাম বয়ে চলা নির্ভরযোগ্য ব্র্যান্ড ডেটল। শুধু অস্ট্রেলিয়া নয়, সারা বিশ্বের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে তারা। এবারের গ্রীষ্মে ক্রিকেট ফেরাতে অস্ট্রেলিয়াসহ পুরো বিশ্বেই নিজেদের পণ্য দিয়ে সহযোগিতা করেছে ডেটল। আমরা স্কুল, ক্লাব এবং ক্রিকেট কমিউনিটিতে ডেটলের সঙ্গে কাজ করব।’

চলতি বছরের শুরুতে ক্রিকেট অস্ট্রেলিয়া যখন কোভিড-১৯ মোকাবিলায় ক্রিকেট বল জীবাণুমুক্ত করার পরিকল্পনা সাজিয়েছিল, তখনই তাদের সঙ্গে যোগ করেছে ডেটল। আন্তর্জাতিকভাবে এখন ক্রিকেট বলে লালার ব্যবহার নিষিদ্ধ। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য বলে ঘামের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

তবু ভুলবশত কেউ ঘাম বা লালা ব্যবহার করলে, বলটি জীবাণুমুক্ত করতে স্যানিটাইজারের প্রয়োজন হয়। এখন থেকে ক্রিকেট অস্ট্রেলিয়াকে যা সরবরাহ করবে ডেটল। বিশেষ করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের চলতি সিরিজে গুটিকতক দর্শক মাঠে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। ফলে যতবারই বল গ্যালারিতে যায়, এটি জীবাণুমুক্ত করার প্রয়োজন পড়ে।\

ডেটলের সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটে (ওয়ানডে, টি-টোয়েন্টি) চুক্তি করার আগে মাল্টিন্যাশনাল কমিউনিকেশন প্রতিষ্ঠান ভোডাফোনের সঙ্গে টেস্টে চুক্তি সেরেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়