স্পোর্টস ডেস্ক
করোনাকালে নিউজিল্যান্ড সফর নিশ্চিত করল পাকিস্তান
ফাইল ছবি
করোনাভাইরাসের নানান বিধিনিষেধের কারণে যেখানে একের পর এক সিরিজ বাতিল ও স্থগিত হচ্ছে, সেখানে বেশ ব্যতিক্রমই বলতে হবে পাকিস্তান ক্রিকেট দলকে। নিজেদের দেশে সেভাবে ক্রিকেট আয়োজনের অবস্থা না থাকলেও, অন্যান্য দেশগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে মাঠের ক্রিকেট সচল রাখছে তারা।
গত জুলাই-আগস্টে করোনা লকডাউনের পর প্রথম সিরিজ খেলেছে পাকিস্তান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) আমন্ত্রণে সেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি খেলেছিল তারা। এবার করোনাকালে দ্বিতীয় সফরও নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে গিয়ে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলবে পাকিস্তান ক্রিকেট দল। ১৮ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সফরের মাঠের খেলা। যা শেষ হবে ৭ জানুয়ারি দ্বিতীয় টেস্টের মধ্য দিয়ে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) মোতাবেকই মাঠে গড়াবে পুরো সফরটি।
এই সফরে একটি বিশেষ বিষয় হলো, করোনাকালীন ক্রিকেটে ইংল্যান্ড যেখানে মাত্র দুইটি ভেন্যুতে নিজেদের সকল ক্রিকেটীয় কার্যক্রম আবদ্ধ রেখেছে, নিউজিল্যান্ড তা করছে না। বরং পাকিস্তানের বিপক্ষে পাঁচটি ম্যাচের ভেন্যু হিসেবে পাঁচটি ভিন্ন স্টেডিয়ামের নামই ঘোষণা দেয়া হয়েছে। তবে সফরে গিয়ে আগে দুই সপ্তাহের কোয়ারেন্টাইন ঠিকই মানতে হবে পাকিস্তানকে।
এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট নিশ্চিত করেছেন, শুধু পাকিস্তান নয়, পূর্ব নির্ধারিত সূচিতে ওয়েস্ট ইন্ডিজ দলকেও স্বাগত জানাবেন তারা। আগামী ২৭ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড।
পাকিস্তানের বিপক্ষে মাউন্ট মাউনগানুইতে বক্সিং ডে (২৬ ডিসেম্বর) টেস্ট খেলবে কিউইরা। সবশেষ ২০১৮ সালে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান। সেবার ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। তবে টি-টোয়েন্টি সিরিজটি ২-১ ব্যবধানে জিতে র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছিল পাকিস্তান। নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের সবশেষ টেস্ট সিরিজ ২০১৬ সালে। সেই সিরিজের দুই ম্যাচই জিতেছিল কিউইরা।
পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের সূচি
প্রথম টি-টোয়েন্টি - ১৮ ডিসেম্বর, ইডেন পার্ক
দ্বিতীয় টি-টোয়েন্টি - ২০ ডিসেম্বর, সেডন পার্ক
তৃতীয় টি-টোয়েন্টি - ম্যাকলিন পার্ক
প্রথম টেস্ট - ২৬ ডিসেম্বর, বে ওভাল
দ্বিতীয় টেস্ট - ৩ জানুয়ারি, হাগলি ওভাল
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























