Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:০৭, ২৯ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২০:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০২০

ঘরের মাঠে সিরিজ আয়োজন করতে চান সৌরভ

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী

আগামী বছরের জানুয়ারি-মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

আইসিসির সূচি অনুযায়ী দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ভারতের। কিন্তু করোনার কারণে এখনো তা নিশ্চিত নয়।

করোনার জন্য গেল মার্চ থেকে বিশ্ব ক্রিকেট থমকে যায়। অবশেষে গেল জুলাইয়ে ক্রিকেটকে নিজেদের মাঠে ফেরায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মাঠে ফিরেছে বহুল আকর্ষনীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে সেটি ভারতের মাটিতে হচ্ছে না। ভারতের

করোনা পরিস্থিতির কোন উন্নতি না হওয়ায়, সংযুক্ত আরব আমিরাতে চলছে আইপিএলের ত্রয়োদশ আসর। তবে ঘরের মাঠে ক্রিকেটকে ফেরানোর পরিকল্পনা করছেন বিসিসিআই সভাপতি গাঙ্গুলী।

তিনি বলেন, ‘ভারতের মাটিতেই সিরিজ করার পরিকল্পনাই করছি আমরা। সংযুক্ত আরব আমিরাতেও সুবিধা রয়েছে। তিনটি স্টেডিয়ামে খেলা হচ্ছে আইপিএলের। খুবই ভালো পরিবেশে খেলাগুলো হচ্ছে।

মরুরদেশের আইপিএলের খেলা ভালোভাবে হলেও ঘরোয়া সিরিজ দেশের মাটিতেই করতে চান গাঙ্গুলী। তিনি বলেন, ভারতেও একই জায়গায় একাধিক মাঠ রয়েছে। মুম্বাইয়, কলকাতা, দিল্লি, হায়দারাবাদসহ, সবখানেই অনেক স্টেডিয়াম রয়েছে। এসব স্টেডিয়ামগুলোতে সুরক্ষা-বলয় তৈরি করতে হবে। ভারতের সিরিজ ভারতেই করতে চাই আমরা। হৃদয় যেখানে ম্যাচ সেখানেই হওয়া জরুরী। আমাদের করোনা পরিস্থিতির দিকেও নজর রাখতে হবে। তবে আমাদের লক্ষ্য যে কোন পরিস্থিতি মোকাবিলা করে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়