Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:০২, ২৯ সেপ্টেম্বর ২০২০

আমি জানি কীভাবে ফুটবলের উন্নয়ন করতে হবে: মানিক

শফিকুল ইসলাম মানিক

শফিকুল ইসলাম মানিক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছেন সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক।

জাতীয় দলের সাবেক এই ফুটবলার ও কোচ ‘ভিশন-২০৩৩’ ব্যানারে ২১ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন মঙ্গলবার। নিজের ইশতেহারে তৃণমূলের ফুটবলকে প্রাধান্য, সুনির্দিষ্ট ক্যালেন্ডার মেনে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন, জাতীয় দলের ফুটবলারদের বেতন কাঠামো ও ইনস্যুরেন্সের ব্যবস্থা করার মতো গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য দিয়েছেন।

এ ছাড়া আর্থিক অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলেছেন দেশের অন্যতম সেরা এই কোচ। প্রতিশ্রুতি দিয়েছেন ঘরোয়া ফুটবলে পাতানো খেলা চিরতরে বন্ধের।

ইশতেহার ঘোষণা করে শফিকুল ইসলাম মানিক বলেন, ‘অনেকে বলছেন, আমি একা। আসলে তা নয়। আমার সঙ্গে অনেক কাউন্সিলর আছেন। আমি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে কাউকে আমন্ত্রণ জানাইনি। আমি শুধু গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়ে আমার বার্তা সবার কাছে পৌঁছে দিচ্ছি।’

শফিকুল ইসলাম মানিক বলেন, ‘অনেক দিন ধরে একজন সভাপতি নির্বাচন করবে ঘোষণা দিয়েও করেননি। আরেকজনও ঘোষণা দিয়ে করেননি। আমি কয়েকজনকে অনুরোধও করেছিলাম সভাপতি পদে নির্বাচন করতে। কেউ সাহস পাননি। এটা তো হতে পারে না। আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি। আমি শেষ পর্যন্ত লড়ে যাব। আমার একটা নীতি আছে। তাই সরে যাওয়ার প্রশ্নই ওঠে না।’

নিজেকে যোগ্য উল্লেখ করে সাবেক এ ফুটবলার বলেন, ‘চেয়ারের মূল্য কি তা আমি জানি। নরম চেয়ার, গরম চেয়ার। আমি কোচ। কোচদের সবসময় গরম চেয়ারে বসতে হয়। বাফুফের সভাপতি চেয়ারে না বসতে পারলে ফুটবলের উন্নয়নে কাজ করা সম্ভব নয়। আমি অন্য দুজনের চেয়ে বয়সে বেশি ছোটও না। আমি জানি কীভাবে ফুটবলের উন্নয়ন করতে হবে। বাফুফের ২১ সদস্যের নির্বাহী কমিটির সবাই এক মন নিয়ে কাজ করলে কোনো সমস্যা হবে না। নির্বাচিত হতে পারলে একটি দল হয়ে কাজ করে ফুটবলকে এগিয়ে নেয়ার চেষ্টা করবো।’

৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। সভাপতি পদে লড়াই হবে শফিকুল ইসলাম মানিক ও কাজী সালাউদ্দিনের মধ্যে। বর্তমান সভাপতি সালাউদ্দিন এবার টানা চতুর্থবারের মতো সভাপতি পদে নির্বাচন করছেন। আগেই যিনি ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়