Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৫, ১ অক্টোবর ২০২০

ডিফেন্ডার কিনছে বার্সেলোনা

রক্ষণভাগ মজবুত করতে যাচ্ছে বার্সেলোনা। আয়াক্সের রাইট-ব্যাক সের্জিনো দেস্তকে দরে টানছে তারা। সংবাদমাধ্যমের খবর ২ কোটি ইউরোয় নেদারল্যান্ডসের এই খেলোয়াড়কে দলে বেড়াচ্ছে কাতালান ক্লাবটি।

দেস্তকে কেনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। ১৯ বছর বয়সী এই ফুটবলার বার্সেলোনার মেডিকেলে স্বাস্থ্য পরীক্ষা দিচ্ছেন বলে বিবিসি’র খবরে বলা হয়েছে।

দেস্ত ফুটবলে হাতেখড়ি নিয়েছেন আয়াক্সের একাডেমিতে। গত বছর ডাচ চ্যাম্পিয়নস ক্লাবটির মূল দলের হয়ে অভিষেক হয় তার।

জন্ম নেদারল্যান্ডসে হলেও জাতীয় পর্যায়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলেন দেস্ত। দেশটির যুব দল এবং মূল দলের হয়েও খেলেছেন তিনি।

তরুণ এই ফুটবলারের ব্যাপারে বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান বলেন, “সের্জিনো (দেস্ত) তার ডাক্তারি পরীক্ষা চলছে। তার এখনও চুক্তিতে সই করা বাকি। তবে তার চুক্তি হওয়াটা প্রায় নিশ্চিত।”

কুমার জানান, একজন স্ট্রাইকারও দলে নেওয়ার চেষ্টা করছে বার্সেলোনা।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়