Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০১, ১ অক্টোবর ২০২০

যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন সাকিব

পরিবারের সাথে সাকিব

পরিবারের সাথে সাকিব

করোনাভাইরাসের পর শ্রীলংকা সফর দিয়ে ক্রিকেটে ফিরতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। এ সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিলেন নিষেধাজ্ঞায় থাকা ক্রিকেটার সাকিব আল হাসান। তার ক্রিকেটে ফেরার অপেক্ষা আরো বাড়লো।

এ সফর হলে ২৯ অক্টোবরের পরই জাতীয় দলের জার্সিতে দেখা যেত সাকিবকে। আপাতত সেই সুযোগ না থাকায় যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারই রওনা হচ্ছেন সাকিব। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ঘরোয়া ক্রিকেট ও জাতীয় দলের ট্রেনিংয়ে যোগ দেবেন টাইগার অলরাউন্ডার। 

নিষেধাজ্ঞা শেষ হবার পরপরই জাতীয় দলে ঢোকার জন্য প্রায় সাত মাস পর গত ২ সেপ্টেম্বর দেশে আসেন সাকিব। ব্যক্তিগত উদ্যোগে বিকেএসপিতে শুরু করেন ট্রেনিং। সেখানে কোয়ারেন্টাইনের পাশাপাশি চলে সাকিবের ফিটনেস এবং স্কিল ট্রেনিং। 

বিকেএসপিতে সাকিব পাশে পান শৈশবের দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনকে। তাদের অধীনে প্রায় এক মাস ট্রেনিংয়ের পর বিরতি দিলেন সাকিব। শ্রীলংকা সফর পিছিয়ে না গেলে এ ট্রেনিং আরো লম্বা হতো।

গত অক্টোবরে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় এক বছরের জন্য সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। তিনি আগামী ২৯ অক্টোবর থেকে আবারো মাঠে ফিরতে পারবেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়