Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩, ১ অক্টোবর ২০২০

৪ নভেম্বর শুরু মেয়েদের আইপিএল

ফাইল ছবি

ফাইল ছবি

তৃতীয়বারের মতো মাঠে গড়াতে যাচ্ছে মেয়েদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট, যা নারী ক্রিকেটের আইপিএল হিসেবে পরিচিত। পুরুষদের আইপিএল’র মতো এই আসরটিও এবার অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, তিন দলের এই টুর্নামেন্ট শুরু হবে ৪ নভেম্বর, শেষ হবে ৯ নভেম্বর। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে ম্যাচগুলো। শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল। চার ম্যাচের সম্ভাব্য ভেন্যু শারজাহ।

ছেলেদের মতোই নারীদের সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্ব পাবে। তবে বিসিসিআইয়ের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের নামী ক্রিকেটারদের পাওয়া নিয়ে। কেননা ওই সময় আয়োজন করা হবে নারীদের বিগ ব্যাশও।

তবে এই বছর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের নারী ক্রিকেটারদের পাওয়া না গেলে প্রাধান্য পাবে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।

উল্লেখ্য, গত বছর টি-টোয়েন্টি চ্যালেঞ্জে একমাত্র বাংলাদেশি হিসেবে ভেলোসিটির হয়ে খেলেছিলেন পেস বোলিং অলরাউন্ডার জাহানারা আলম।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়