স্পোর্টস ডেস্ক
আপডেট: ২১:৫৯, ২ অক্টোবর ২০২০
আগামীকাল বহুল আলোচিত বাফুফে নির্বাচন
বাফুফে ভবন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামীকাল (শনিবার)। হোটেল সোনারগাঁওয়ে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
১৩৯ জন ভোটারের ভোটে চূড়ান্ত হবে সভাপতিসহ ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি, যাদের হাতে আগামী চার বছর থাকবে দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার দায়িত্ব।
বাফুফের কার্যনির্বাহী কমিটির চার বছর মেয়াদি নির্বাচনে দুটি প্যানেল- বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ এবং শেখ মো. আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
কাজী সালাউদ্দিন চতুর্থবার সভাপতি পদে প্রার্থী হলেও আসলামের প্যানেলে সভাপতি পদে কোনো প্রার্থী নেই। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে লড়াই করবেন সাবেক তারকা ফুটবলার শফিকুল ইসলাম মানিক।
বিগত কমিটির সহ-সভাপতি বাদল রায় সভাপতি পদের জন্য মনোনয়নপত্র কিনলেও সময় শেষ হওয়ার পরে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। নির্ধারিত সময়ের পরে মনোনয়ন প্রত্যাহার করায় ব্যালট পেপারে তার নাম থাকছে।
সিনিয়র সহ-সভাপতি পদে আবদুস সালাম মুর্শেদীর বিপক্ষে লড়াই করবেন সাবেক তারকা ফুটবলার শেখ মো. আসলাম। চারটি সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন আটজন।
বর্তমান তিন সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়াল ছাড়াও এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসএম আবদুল্লাহ আল ফুয়াদ, শেখ মো. মারুফ হাসান, আমিরুল ইসলাম বাবু, আতাউর রহমান মানিক ও ইমরুল হাসান।
এদিকে শুক্রবার বিকেলে তিন সদস্যের নির্বাচন কমিশন শেষবারের মতো নির্বাচনের ভেন্যু পরিদর্শন করেছেন। সেটি করেই সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেছেন, ‘আমরা গতকাল ও আজ বাফুফে ভবন ও সোনারগাঁও হোটেলের ভেন্যু পর্যবেক্ষণ করেছি। যেখানে যা নির্দেশনা দেওয়ার দরকার দিয়েছি। প্রস্তুতি সম্পন্ন বলতে পারেন। দুপুর ২টা থেকে ভোট গ্রহণ হবে। সকল ডেলিগেট ভোট দিতে আসবেন সুস্থ শরীরে। ভোট গণনা শরু হবে ভোট দেওয়ার পর।’
ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে ধৈর্য্য ধরে অপেক্ষায় থাকতে বলেছেন তিনি,‘শুরু থেকে গণনা পর্যন্ত সকলে ধৈর্য্যসহকারে থাকবেন। ভোট দেবেন, ফল জানবেন। নানাজন নানা কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব জায়গায়। আমাদের জীবনের অংশ্ এটা। বাস্তব সত্য যেটা সেটা তুলে ধরতে হবে। এছাড়া ভোটের দিন নিরাপত্তা যেটা দরকার সেটা করা হয়েছে। পুলিশ বাহিনীর ওপর দায়িত্ব থাকবে। যেটা প্রয়োজন তারা করবেন।’
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























