Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ৩ অক্টোবর ২০২০

পিএসজি’র বিশাল জয়ে নেইমার-এমবাপের গোল

জোড়া গোল করলেন নেইমার। জালের দেখা পেয়েছেন আক্রমণভাগের কিলিয়ান এমবাপে। লক্ষে বল জড়াতে পেরেছেন আরও তিন খেলোয়াড়। তাতে লিগ ওয়ানে একপেশে লড়াইয়ে অঁজিকে উড়িয়ে দিয়েছে পিএসজি।

শুক্রবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ৬-১ গোলের জয় পায় লিগ ওয়ানের গত আসরের চ্যাম্পিয়নরা। নেইমারের দুই গোল ও এমবাপের এক গোল ছাড়া দলের হয়ে একবার করে জালে বল জড়ান আলেসান্দ্রো ফ্লোরেনসি, উইলিয়ান ড্রাক্সলার ও ইদ্রিসা গায়ে।

ম্যাচের সপ্তম মিনিটে ফ্লোরেসির গোলে এগিয়ে যায় পিএসজি। ৩৬ তম মিনিটে মৌসুমে প্রথম গোলের দেখা পান দুই ম্যাচের নিষেধাজ্ঞা থেকে ফেরা ব্রাজিলিয়ান তারকা নেইমার। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক দল।

বিরতি থেকে ফেরার দ্বিতীয় মিনিটে আবার জালে নেইমার। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। এর মধ্যে ফরাসি ডিফেন্ডার ইসমাঈল ত্রাওরে’র নৈপুণ্যে একটি গোল শোধ করে অতিথি অঁজি।

ম্যাচের বাকি সময়ে অতিথিদের আর পাত্তা দেয়নি পিএসজি। আক্রমণাত্মক মিডফিল্ডার ড্রাক্সলার ও ডিফেন্সিভ মিডফিল্ডার ইদ্রিসা গায়ে গোল করার ৮৪তম মিনিটে অতিথি দলের কফিনে শেষ পেরেক ঠুকেন এমবাপে।

লিগে প্রথম দুই ম্যাচে হারা পিএসজির এটা টানা চতুর্থ জয়। ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে দলটি। এক ম্যাচ কম খেলা রেনে ১৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়