Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ৩ অক্টোবর ২০২০
আপডেট: ১৬:২২, ৩ অক্টোবর ২০২০

আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড এখন ধোনির

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি

দল হারলেও দারুণ একটি রেকর্ড গড়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএল টি-টোয়েন্টি লিগের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন তার ঝুলিতে।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সানরাইজার্স হয়দরাবাদের কাছে ৭ রানে হারে চেন্নাই। দলের হারের দিন আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন অধিনায়ক ধোনি।

আইপিএল ক্যাপ্টেন কুলের ম্যাচ খেলার সংখ্যা এখন ১৯৪টি। ১৯৩ ম্যাচ খেলে এত দিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন জাতীয় দল ও চেন্নাইয়ে ধোনির সতীর্থ রায়না।

১৯২ ম্যাচ খেলে এই তালিকায় তৃতীয়স্থানে আছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। চতুর্থ স্থানে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দিনেশ কার্তিক (১৮৫টি) এবং ১৮০টি ম্যাচ খেলে পঞ্চমস্থানে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহলি।

ধোনির কাছে রেকর্ড হারালেও প্রিয় এই সতীর্থকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন রায়না- “আইপিএল সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় হওয়ায় মাহি ভাই আপনাকে অভিনন্দন। আমার রেকর্ডটি আপনার দ্বারা ভাঙায় আমি সবচেয়ে খুশি।”

রেকর্ড গড়া ম্যাচটিতে ধোনি অপরাজিত থেকে ৩৬ বলে ৪৭টি রান করলেও দলকে জেতাতে পারেননি। জয়ের জন্য ১৬৫ রানের জবাবে ১৫৭ রানে থেমে যায় দলটির রানের চাকা।

চলতি আইপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতে হারল ধোনির দল। দুই পয়েন্ট নিয়ে ৮ দলের মধ্যে তলানিতে তাদের অবস্থান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়