Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ৩ অক্টোবর ২০২০

আত্মঘাতী বোমা হামলায় সপরিবারে আফগান আম্পায়ারের মৃত্যু

আফগান আম্পায়ার বিসমিল্লাহ জান শেনওয়ারি

আফগান আম্পায়ার বিসমিল্লাহ জান শেনওয়ারি

আফগানিস্তানে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে পরিবারের সদস্যসহ আফগানিস্তানের আম্পায়ার বিসমিল্লাহ জান শেনওয়ারি নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের গানখিল নামক জেলায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশের এক কর্তা। তিনি বলেন, এক সন্ত্রাসী গানখিল জেলার রাজ্যশাসকের বাসায় হামলা করতে চেয়েছিল। কিন্তু পরবর্তীতে নিরাপত্তা কর্মীর হাতে ওই সন্ত্রাসী মারা যান।

এই হামলায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে আফগানিস্তানের আম্পায়ার বিসমিল্লাহ শেনওয়ারি মারা যান। শুধু তিনি নন, মারা গেছে তার পরিবারের অন্য সদস্যরাও।

নাঙ্গাহার প্রদেশের ওই কর্তা জানান, ওই হামলায় অন্তত ১৩ জনকে মেরে ফেলা হয়েছে। এমনকি গাড়িতে বোমা বিস্ফোরণের মাধ্যমে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

২০১৭ সালে আম্পায়ার হিসবে অভিষেক হওয়ার পর ৬টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিসমিল্লাহ শেনওয়ারি। গত বছর অনুষ্ঠিত বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচে বাংলাদেশের পেসার রুবেল হোসেনকে ডিমেরিট পয়েন্টও দিয়েছিলেন তিনি। 

এই সিরিজ ছাড়াও আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিসমিল্লাহ। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়