Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:২৯, ৩ অক্টোবর ২০২০
আপডেট: ২২:৩০, ৩ অক্টোবর ২০২০

বাফুফে নির্বাচন

সহ-সভাপতি পদে ‘টাই’, ফের নির্বাচন ৩১ অক্টোবর

তাবিধ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ মহি

তাবিধ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ মহি

নানা ঘটনার মধ্য দিয়ে অবশেষে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচন। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করেছেন কাজী সালাউদ্দিন।

তবে আগামী ৩১ অক্টোবর আবারো বাফুফেতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার মূলত বাফুফের সহ সভাপতি পদে নির্বাচন হবে। এই পদে চতুর্থ স্থানে থাকা তাবিধ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ মহি দুজনেই পেয়েছেন সমান ৬৫টি করে ভোট। মূলত সহ সভাপতি পদে দুজনের ভোট সমান হওয়ায় আবারো এই নির্বাচন অনুষ্ঠিত হবে। 

টানা চতুর্থবারের মতো বাফুফে সভাপতি পদে নির্বাচিত হওয়া সালাউদ্দিনের বিপক্ষে ছিলেন দুইজন। তারা হলেন স্বতন্ত্রভাবে দাঁড়ানো সাবেক দুই ফুটবলার- বাদল রায় এবং শফিকুল ইসলাম মানিক।

কাজী সালাউদ্দিন পেয়েছেন ৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় ৪০ ও মানিক একটি ভোট পেয়েছেন। ৯০ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সালাম মুর্শেদী।

বাফুফের সহ সভাপতি পদ নিশ্চিত করা তিনজন যথাক্রমে ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ ও আতাউর রহমান মানিক। তারা যথাক্রমে ৯১, ৮১ ও ৬৫ ভোট পেয়েছেন।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। দুপুর ২টায় শুরু হয় ভোটের লড়াই।

সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিয়েছেন ১৩৫ জন প্রতিনিধি। ১৩৯ জন ভোটার থাকলেও তরফদার রুহুল আমিন ও ফরিদপুরের নাজমুল ইসলাম খন্দকার অনুপস্থিত ছিলেন। এছাড়া শেখ রাসেলের মাকসুদ আলম আর শেখ জামালের সাফওয়ান সোবাহান নির্ধারিত সময়ের মাঝে উপস্থিত হতে পারেননি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়