Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ৪ অক্টোবর ২০২০

আইপিএলে ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

সংযুক্ত আরব আমিরাতের মাঠে চলছে আইপিএল লড়াই। মরুর মাটিতে করোনার মধ্যেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে ফিক্সিং কাণ্ড ঘটানোর চেষ্টার কমতি নেই বুকিদের। এক ক্রিকেটারের অভিযোগ ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছেন তিনি, যা নিয়ে হঠাৎই সরগরম আইপিএল প্রাঙ্গণ।

করোনাভাইরাসের কারণে আইপিএলের ১৩তম সংস্করণ হচ্ছে একদম নিশ্ছিদ্র জৈব সুরক্ষা বলয়ে। এতে সরাসরি ব্যক্তিগত সম্পর্ক স্থাপন কিছুটা কঠিনই। তবে ভার্চুয়াল জগতের দুয়ার উন্মুক্ত।

ফলে অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন প্রস্তাব পেয়ে থাকতে পারেন সংশ্লিষ্ট ক্রিকেটার। বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিং সংবাদ সংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন।

রাজস্থান পুলিশের সাবেক ডিজিপি অজিত সিং জানান, “একজন ক্রিকেটারের কাছে প্রস্তাব এসেছে। আমরা পুরো বিষয় খতিয়ে দেখার চেষ্টা করছি। তবে সময় লাগবে।”

দুর্নীতি বিরোধী প্রটোকল মেনে গোপনীয়তার জন্য সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি। এই অভিযোগ পাওয়ার পরই অনলাইনে দুর্নীতির উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। তরুণ ও উঠতি ক্রিকেটারের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার, ইনস্টাগ্রামের মত নেটওয়ার্কে অ্যাকাউন্ট রয়েছে। সেখানেই বন্ধুত্বের ছদ্মবেশে বুকিরা যোগসাজশ চালাচ্ছেন, এমনটাই ধারণা।

দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এবং পরে একাধিকবার ক্রিকেটারদের সতর্ক করেছেন। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের এই ব্যাপারে বারবার সতর্ক করা হয়েছে। তারা যাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনোরকম চক্রের ফাঁদে না পড়েন সেদিকেও খেয়াল রাখছে দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা। জানা গেছে, এ ব্যাপারে টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের নিয়ে বিশেষ ক্লাসেও বসেছিলেন দুর্নীতি দমন শাখার কর্তারা।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়