Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ৫ অক্টোবর ২০২০

‘চ্যাম্পিয়ন’ লিভারপুলের জালে অ্যাস্টনের ৭ গোল

প্রিমিয়ার লিগের ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন লিভারপুলকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা।

রবিবার নিজেদের মাঠে ওলি ওয়াটকিন্স প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন। অধিনায়ক প্লেমেকার জ্যাক গ্রিলিশ করেন জোড়া গোল। একটি করে গোল করেন রস বার্কলি ও জন ম্যাকগিন। লিভারপুলের গোল দুটি করেন মোহামেদ সালাহ।

লিভারপুল ১৯৬৩ সালের পর থেকে এই প্রথম কোন ম্যাচে সাত গোল হজম করলো। গত বছরের ৩ জানুয়ারির পর এটি প্রিমিয়ার লিগে তাদের তৃতীয় পরাজয়।

দুই গোল হজম করার পর চ্যাম্পিয়নদের ম্যাচের ফেরার সুযোগ করে দিয়েছিলেন লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। কিন্তু দুই মিনিটের মধ্যে জন ম্যাকগিন ভিলার পক্ষে আরেক গোল করে ৩-১ ব্যবধান করে ফেলেন।

প্রথমার্ধের ৩৯তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ওয়াটকিন্স, ত্রেজেগুয়েতের ক্রস থেকে হেড করে এবার জালে বল জড়ান তিনি।

বিরতির পরও একই ধারাবাহিকতা বজায় থাকে, বক্সের ঠিক বাইরে থেকে গ্রিলিশের তৃতীয় অ্যাসিস্টে দলের পঞ্চম গোলটি করেন রস বার্কলি। গ্রিলিশ দুই গোল করেন ৬৬ ও ৭৫তম মিনিটে।

তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে অ্যাস্টন। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে এভারটন।

তিন জয় ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে পাঁচে লিভারপুল। তিন ও চারে থাকা লেস্টার সিটি এবং আর্সেনালের পয়েন্টও সমান ৯।

দিনের আরেক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়া টটেনহ্যাম ৭ পয়েন্ট নিয়ে আছে ছয়ে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়