Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ৫ অক্টোবর ২০২০

না খেলেও জুভেন্তাসের বিপক্ষে নাপোলির হার!

করোনাভাইরাসের বিধিনিষেধে পড়ে যাওয়া ম্যাচে জুভেন্তাসের বিপক্ষে না খেলেই হার মেনে নিতে হচ্ছে নাপোলিকে। তাও ৩-০ গোলের ব্যবধানে!

গত চার দিনে নাপোলির দুজন খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় স্থানীয় স্বাস্থ্য সংস্থার কভিড-১৯ নীতিমালা মেনে দলটিকে আইসোলেশনে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী, তাদের সফরের অনুমতিও বাতিল করা হয়।

জুভেন্তাসের দুজন স্টাফেরও কভিড-১৯ পজিটিভ খবর আসে। তাদের পুরো দলকেও আইসোলেশনে রাখা হয়েছিল।

তবে এমন অবস্থায় সেরি আর নিয়ম অনুযায়ী দলের বাকিদের কভিড-১৯ পরীক্ষা করে ফল নেগেটিভ এলে অনুশীলন করতে কিংবা ম্যাচ খেলতে কোনো বাধা থাকে না।

উয়েফার নিয়ম অনুযায়ী, কোনো দলের ১৩ জন খেলোয়াড় কমপক্ষে একজন গোলরক্ষক নিয়ে মাঠে আসলে ম্যাচ হবে। এই নিয়মের সুযোগ নিতে ম্যাচটির জন্য জুভেন্তাস আগের দিন দল ঘোষণা করে এবং মাঠেও আসে। শেষ পর্যন্ত লিগ কর্তৃপক্ষ ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করে তাদের।

ম্যাচের আগে তারা ‍টুইটারে জানায়, ‘নাপোলির বিপক্ষে জুভেন্তাসের মূল দলই মাঠে নামবে।’

জুভেন্তাস মূলত পয়েন্ট টেবিলের বেশ নিচে থাকায় এই ম্যাচটি থেকে যেকোনোভাবে পয়েন্ট পেতে চেয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়