Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ৫ অক্টোবর ২০২০

ঘরের মাঠে পয়েন্ট হারাল বার্সা

নিজেদের মাঠে সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। রবিবার লা লিগায় ম্যাচের শুরুতে প্রতিপক্ষ দল এগিয়ে যাওয়ার পর ফিলিপে কৌতিনহো বার্সাকে সমতায় ফেরান।

এদিন অষ্টম মিনিটে এগিয়ে যায় সেভিয়া। বুলেট গতির শটে জাল খুঁজে নেন ডি ইয়ং। নতুন মৌসুমে বার্সেলোনার জালে এটি প্রথম গোল।

দুই মিনিট বাদে জর্ডি আলবার পাস থেকে মৌসুমের প্রথম গোল করেন কৌতিনহো।

চোট পেয়ে ৭৫তম মিনিটে মাঠ ছাড়েন বার্সেলোনার লেফট-ব্যাক আলবা। তার জায়গায় প্রথমবারের মতো মাঠে নামেন আয়াক্স থেকে আসা রাইট-ব্যাক সার্জিনো দেস্ত।

৮১তম মিনিটে ডি-বক্সের বাইরে আচমকা শটে চেষ্টা করেছিলেন মেসি; কিন্তু ফাঁকি দিতে পারেননি সেভিয়া গোলরক্ষকে।

যোগ করা সময়ের প্রথম মিনিটে দারুণ সুযোগ এসেছিল ত্রিনকাওয়ের সামনে। মেসির কাছ থেকে বল পেয়ে শট নিয়েছিলেন তরুণ পর্তুগিজ ফরোয়ার্ড। দারুণ দক্ষতায় তাকে ব্যর্থ করে দেন সেভিয়া গোলরক্ষক। এভাবে বার কয়েক চেষ্টা করলেও জয়সূচক গোলটি তারা পায়নি।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। গোল পার্থক্যে পিছিয়ে তাদের পরেই সেভিয়া। দিনের অন্য ম্যাচে লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়