Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪১, ৬ অক্টোবর ২০২০
আপডেট: ২০:৪৪, ৬ অক্টোবর ২০২০

‘আমরা আর চুপ করে থাকতে পারি না’

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

সাম্প্রতিককালে ঘটা ধর্ষণের প্রতিবাদে সোচ্চার হয়েছেন অনেকেই। যার তালিকায় এবার যুক্ত হলেন ক্রিকেটার মুশফিকুর রহিমও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণ বন্ধে নিজের কড়া বার্তা তুলে ধরেছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান।

দেশের সাবেক এই অধিনায়ক এভাবে বলেছেন, ‘আমরা আর চুপ করে থাকতে পারি না।’

মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক  পেজে দেশজুড়ে চলমান ধর্ষণ বিরোধী আন্দোলনের পক্ষে স্ট্যাটাস নেন মুশফিক। পুরোপুরি কালো ব্যক গ্রাউন্ডের একটি ছবি পোস্ট করেন তিনি। যার গায়ে লেখা, ‘ধর্ষণ বন্ধ করুণ, না মানে না।’

এ ছাড়া আলাদা করে ক্যাপশন দিয়েছেন মুশফিক। লিখেছেন, ‘আমরা আর চুপ করে থাকতে পারি না। ধর্ষণ বা যে কোনো ধরনের যৌন হয়রানি কখনো সহ্য করা যায় না। সমাজে এর কোনো জায়গা নেই।’

আরো লেখেন, ‘উঠে দাঁড়াও বাংলাদেশ। ধর্ষণ বন্ধ করুন, না মানে না।’

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার জের ধরে ধর্ষণ ও ধর্ষকদের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে সবাই। তরুণেরা রাস্তায় নেমে আন্দোলন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদের ঝড় বইছে।

প্রতিবাদের অংশ হিসেবে অনেক ফেইসবুক ব্যবহারকারী নিজেদের প্রোফাইল পিকচার পুরো কালো করে রেখেছেন।

এর আগে ধর্ষণ বন্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসান। তিনি নারী ও শিশুর অধিকার নিশ্চিতে নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়