Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৪, ৭ অক্টোবর ২০২০

এবার জরিমানা গুনতে হচ্ছে স্মিথকে

ফাইল ছবি

ফাইল ছবি

আইপিএলে এবার জরিমানা গুণতে হচ্ছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভেন স্মিথকে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটিংয়ের কারণে ১২ লাখ রুপি জরিমানা দিতে হচ্ছে অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারকে।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে রোহিত শর্মার মুম্বাইয়ের কাছে ৫৭ রানে হার মানে রাজস্থান। জয়ের জন্য ১৯৪ রানের জবাবে ১৩৬ রানে গুঁড়িয়ে যায় তারা।

ম্যাচে প্রথমে বোলিং করা রাজস্থান নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি রাজস্থান। আসরে দলটির এটাই প্রথম মতো স্লো ওভার রেট হওয়ায় অধিনায়ক স্মিথকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে। ফের এই ধরনের ঘটনা ঘটলে জরিমানার অঙ্কটা আরও বাড়বে।

স্লো ওভার রেটিংয়ের কারণে চলতি আসরে স্মিথের আগে ১২ লাখ রুপি করে জরিমানা দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি ও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আয়ারকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়