Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ৮ অক্টোবর ২০২০

চোট পেয়ে বলিভিয়ার বিপক্ষে অনিশ্চিত নেইমার

চোটের কারণে বুধবার ব্রাজিল দলের হয়ে অনুশীলন ছাড়তে হয়েছে নেইমারকে। ফলে বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি নাও খেলা হতে পারে তারকা এই ফরোয়ার্ডের।

শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় সাও পাওলোয় ম্যাচটিতে বলিভিয়াকে আতিথ্য দেবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটির জন্য শেষ সময়ের প্রস্তুতি চলছে সেলেসাওদের।

কিন্তু ম্যাচটির আগে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা হয়ে এল নেইমারের চোট। দলটির চিকিৎসক রদ্রিগো লাসমার সাংবাদিকদের বলেছেন, চোট পাওয়া নেইমারকে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। আক্রমণভাগের এই খেলোয়াড়কে বলিভিয়ার বিপক্ষে পাওয়া যাবে কি-না এ ব্যাপারে এখনই মন্তব্য করার সময় আসেনি বলে জানান তিনি।

লাসমার বলেন, “নেইমার আজ (বুধবার) অনুশীলনের সময় তার পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করছিল। তাকে অনুশীলন থেকে সরিয়ে নেওয়া হয়। তার চোট মূল্যায়ন করা হচ্ছে এবং তার ফিজিক্যাল থেরাপি শুরু হয়েছে। আমরা আজ সাও পাওলোয় যাব এবং সে চিকিৎসাধীন থাকবে।”

“সে কতটুকু সুস্থ হয়ে ওঠে সে জন্য পরের ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। অনুশীলনের আগে তার চোটের নতুন মূল্যায়ন করা হবে। সে খেলতে পারবে কি-না তখন এ ব্যাপারে আমরা আরও একটু পরিষ্কার ধারণা পাব।”

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মাঠে হাঁটু গেঁড়ে বসা অবস্থায় নেইমার তার পেছনে হাত ধরে আছেন।”

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল দলে আগে থেকেই নেই গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় গোলরক্ষক আলিসন ও স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস। দুজনই চোটে ভুগছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়