Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫১, ৮ অক্টোবর ২০২০

গুলিবিদ্ধ হয়ে ক্রিকেটার ফিল্যান্ডারের ভাইয়ের মৃত্যু

ভের্নন ফিল্যান্ডার

ভের্নন ফিল্যান্ডার

ভাই হারালেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ভের্নন ফিল্যান্ডার। ক্যাপ টাউনে গুলিবিদ্ধ হয়ে তার ছোট ভাই টায়রন ফিল্যান্ডারের মৃত্যু হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার টায়রন এক প্রতিবেশীকে জল সরবরাহ করছিল তখন তাকে গুলি করা হয়। নিহতের পরিবারের লোকজন সেই সময় বাড়ির উঠোনে গুলির শব্দ শুনতে পান।

এক টুইট বার্তায় ভাই হারানোর খবর নিশ্চিত করেছেন ভের্নন ফিল্যান্ডার। ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তাই সবাইকে আপাতত সমস্ত রকম জল্পনা থেকে দুরে থাকতে বলেছেন ফিল‍্যান্ডার।

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। যদিও আততায়ীকে এখনো গ্রেপ্তার করা যায়নি। কেনই বা খুন হতে হলো ফিল্যান্ডারের ভাইকে সে বিষয়টাও স্পষ্ট নয়।

ভের্নন তার টুইটে লিখেছেন- “টাইরন চিরকাল আমাদের অন্তরে রয়েছে। তার আত্মা শান্তিতে থাকুক।”

চলতি বছরের জানুয়ারি মাসে ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন ভের্নন। একসময় সাউথ আফ্রিকা দলের বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন তিনি।

টেস্টে এই ডানহাতি পেসার ২২.৩২ গড়ে ২২৪ উইকেট নিয়েছেন। সব মিলিয়ে মোট ৩০ টি ওয়ানডে এবং ৭ টা টি-টোয়েন্টি ম‍্যাচ খেলেছেন তিনি, নিয়েছেন মোট ৪৫ উইকেট।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়