Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ৮ অক্টোবর ২০২০
আপডেট: ২১:৩৭, ৮ অক্টোবর ২০২০

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় স্পেন-পর্তুগাল

ফাইল ছবি

ফাইল ছবি

২০৩০ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় স্পেন ও পর্তুগাল। এ বিষয়ে দুই দেশের ফেডারেশনের মধ্যে চুক্তিও সম্পন্ন হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

বুধবার রাতে লিসবনে পর্তুগাল ও স্পেন অংশ নেয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। গোলশূন্য ড্র হওয়া ম্যাচের আগেই দুই দেশের ফেডারেশন চুক্তি স্বাক্ষর করে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে।

এর আগে ১৯৮২ বিশ্বকাপের আয়োজক হয়েছিল স্পেন। ২০১৮ বিশ্বকাপ পর্তুগালের সঙ্গে যৌথভাবে আয়োজন করতে চেয়েছিল তারা। কিন্তু রাশিয়া পায় আয়োজক হওয়ার মর্যাদা।

পর্তুগাল কখনো বিশ্বকাপের আয়োজক ছিল না। তবে ২০০৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল দেশটি।

স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী প্যারাগুয়ে ও চিলিও। আসরটির স্বাগতিক নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে ২০২২ সালে। চূড়ান্ত হবে ২০২৪ সালে।

বিশ্বকাপের আগামী আসর বসবে কাতারে, ২০২২ সালে। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়