আইনিউজ ডেস্ক
আপডেট: ২৩:২০, ৮ অক্টোবর ২০২০
বার্সায় মেসির থেকে যাওয়াটা ইতিবাচক: আর্জেন্টিনা কোচ
টানা টানাপোড়েনের পর বার্সেলোনার হয়ে লিওনেল মেসির আরও এক মৌসুম খেলার সিদ্ধান্তকে ‘ইতিবাচক’ হিসেবে উল্লেখ করেছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। জানিয়েছেন, তারকা এই ফুটবলার কাতালান ক্লাবটিতে থাকতে পেরে খুশি।
করোনাভাইরাস মহামারির মধ্যেই বার্সেলোনা বোর্ডের সঙ্গে ব্যবধান বাড়ে আর্জেন্টাইন এই ফুটবলারের। আগস্টের শেষ দিকে হুট করেই এক মেইল বার্তায় জানিয়ে দেন ক্লাব ছাড়ার ইচ্ছার কথা। কিন্তু বার্সেলোনা বেঁকে বসলে ইচ্ছার বিরুদ্ধে আরেকটি মৌসুম ক্লাবটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি।
শিষ্যের এই সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টিনা কোচ স্কালোনি বলেন, “সব সমস্যার সমাধানের পর যখন সে শান্ত হয়েছিল, তখন তার সঙ্গে আমার কথা হয়েছে। আর এখানে আসার পর তার সঙ্গে লম্বা কথোপকথন হয়েছে।”
“সে বার্সেলোনায় থাকতে পেরে খুশি। সে ক্লাবে ভালো অবস্থায় আছে। আমরা দূর থেকে এটাই চেয়েছি, যাতে সবকিছুর দ্রুত সমাধান হয় এবং সে যেন খেলার জন্য তৈরি থাকে।”
“আমাদের জন্য বিষয়টি ইতিবাচক। কারণ সে খেলার মধ্যেই ছিল। তবে সিদ্ধান্তের বিষয়ে বলব, আমরা খেলোয়াড়দের ওই বিষয়গুলোতে হস্তক্ষেপ করি না।”
শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। পাঁচ দিন পর স্বাগতিক বলিভিয়ার মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ম্যাচ দুটিতে আর্জেন্টিনা দলে অনুমিতভাবেই থাকছেন মেসি।
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























