Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ১০ অক্টোবর ২০২০

উন্মোচিত হলো প্রেসিডেন্টস কাপের ট্রফি

সংগৃহীত

সংগৃহীত

করোনাভাইরাসের কারণে প্রায় সাত মাস পর বাংলাদেশের মাটিতে ফিরতে চলেছে ক্রিকেট। আগামীকাল (রোববার) মিরপুরে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিসিবি প্রেসিডেন্ট কাপ। এর আগে শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উন্মোচন করা হয়েছে টুর্নামেন্টের ট্রফি।

এই টুর্নামেন্টে তিনটি দলের একটির নেতৃত্বে রয়েছেন তামিম ইকবাল। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় দলে সুযোগ পেতে তরুণদের জন্য এটা একটা বিশাল সুযোগ।

দেশ সেরা ওপেনার বলেন, ‘দীর্ঘদিন পর আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরছি। এই টুর্নামেন্ট থেকে বলা যায় আমরা অনেক কিছুই অর্জন করতে পারি। যদি কেউ এই টুর্নামেন্টে ভালো ব্যাট করে, অসাধারণ বোলিং করে তাদের জন্য জাতীয় দলের দরজা খুলে যেতে পারে।’

তামিম আরো বলেন, ‘আমি মনে করি, জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করার ক্ষেত্রে এটি সকলের জন্য একটি বড় সুযোগ। আমার মনে হয় না যে, কেউ এই টুর্নামেন্টকে অনুশীলন ম্যাচ বা সাধারণ একটি ম্যাচের মতো করে ধরে নেবে। আশা করছি, সবাই সিরিয়াস থাকবে ও প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব নিয়ে খেলবে। আন্তর্জাতিক ম্যাচে যেমন সিরিয়াস থাকে এখানেও তেমন থাকবে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়