Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ১১ অক্টোবর ২০২০

১৯৬ রানেই গুটিয়ে গেল মাহমুদউল্লাহ একাদশ

সংগৃহীত

সংগৃহীত

মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল হোসেন শান্ত একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে রবিবার শুরু হয়েছে তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ। উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা মাহমুদউল্লাহ একাদশের ব্যাটিংটা মোটেও ভালো হয়নি। ৪৭.৩ ওভারে ১৯৬ রানে গুটিয়ে গেছে দলটি।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হয় দুপুর দেড়টায়। নাজমুল একাদশের পেসারদের তোপে শুরু থেকেই ভুগেছে মাহমুদউল্লাহ একাদশ। অধিনায়ক মাহমুদউল্লাহ ফিফটি করেছেন। এ ছাড়া বলার মতো রান বলতে ইমরুল কায়েসের। বাকিরা ব্যর্থ।

পাঁচ নম্বরে নেমে মাহমুদউল্লাহ সর্বোচ্চ ৫১ রান করেন। তার ৮২ বলের ইনিংসে ছিল ৩ চার ও ১ ছক্কা। চারে খেলতে নামা ইমরুলের ব্যাট থেকে আসে ৫০ বলে ৪০ রান। এ ছাড়া আর কেউই ৩০ রানও পেরোতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ২২ রান আসে সাব্বির রহমানের ব্যাট থেকে।

অন্যদের মধ্যে লিটন দাস ১১, নাঈম শেখ ৯, মুমিনুল হক ০, নুরুল হাসান সোহান ১৪, আমিরুল ইসলাম বিপ্লব ৬, আবু হায়দার রনি অপরাজিত ১৪, রাকিবুল হাসান ১৫ ও রুবেল হোসেন ১ রান করেন।

নাজমুল একাদশের পক্ষে তিন পেসার তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ ২টি করে উইকেট নিয়েছেন। নাঈম হাসান ও সৌম্য সরকার পেয়েছেন ১টি করে উইকেট।

করোনাভাইরাসের কারণে মার্চ থেকে দেশে সব ধরনের ক্রিকেট বন্ধ ছিল। এই প্রেসিডেন্টস কাপ দিয়ে ৭ মাস পর দেশে ক্রিকেট ফিরল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়