Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৫, ১১ অক্টোবর ২০২০

বিপিএল এবার হবে না

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করবে না বিসিবি। করোনা পরিস্থিতির কারণে বিপিএল আয়োজনের সুযোগ দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

বিদেশি ক্রিকেটারদের অংশ নেওয়া ও প্রোডাকশন জটিলতার কারণে বিপিএল আয়োজন করা সম্ভব নয় বলে মনে করছেন বোর্ড প্রধান। আগামী বছর পরিস্থিতি ভালো হলে সুবিধাজনক সময়ে বিপিএল আয়োজন করার ভাবনা বিসিবির।  

নাজমুল হাসান পাপন বলেন, এ বছর বিপিএল হচ্ছে না। আগামী বছর পরিস্থিতি পর্যবেক্ষণ করে চিন্তা-ভাবনা করা হবে। কোনো খেলাই আমরা বাদ দিতে চাচ্ছি না। কিন্তু সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে। বিপিএলের কথা বললেই সবার আগে মাথায় আসে বিদেশি খেলোয়াড়দের কথা ও প্রোডাকশন। এগুলো যদি আনতে পারি তাহলে করা যাবে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন করে ভারত ক্রিকেট বোর্ড। 

বিপিএল দেশের বাইরে আয়োজন করা সম্ভব কি না? এমন প্রশ্নে পাপন বলেন, দেশের বাইরে বিপিএল আয়োজন সহজ নয়। বাংলাদেশে টুর্নামেন্ট চালাতে গিয়েই আমাদের ফ্রাঞ্চাইজিগুলোর খুব কষ্ট হয়। সেখানে ইংল্যান্ডে-দুবাইতে জৈব সুরক্ষা বলয়ে রেখে টুর্নামেন্ট করা আমাদের কারো পক্ষেই সম্ভব নয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে গতবার ‘বঙ্গবন্ধু বিপিএল’ আয়োজন করেছিল বিসিবি। সাত দলের এ টুর্নামেন্ট দেশি-বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে ছড়িয়েছিল উত্তাপ, উত্তেজনা। বিপিএল গতবার চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী রয়্যালস।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়