Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৯, ১২ অক্টোবর ২০২০
আপডেট: ১১:২৫, ১২ অক্টোবর ২০২০

পর্তুগাল-ফ্রান্সের গোলশূন্য ড্র

মহামারীর সময়ে প্রায় এক হাজার দর্শকের সামনে রোনালদো-এমবাপের লড়াইয়ে কেউ জেতেনি। ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে উয়েফা নেশন্স লিগে রবিবার রাতে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

জুভেন্তুস ফরোয়ার্ড ৩৫ বছর বয়সী রোনালদো এদিন কয়েকটি সুযোগ সৃষ্টি করেও গোল পাননি। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের তরুণ ফুটবলার ২১ বছর বয়সী এমবাপে নিজের স্কিলে চোখ জুড়ালেও প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি।

ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে আসর শুরু করা পর্তুগাল পরের ম্যাচে সুইডেনকে ২-০ গোলে হারায়। আর সুইডেনের মাঠে ১-০ গোলে জিতে শুরু করা দিদিয়ের দেশমের দল দ্বিতীয় রাউন্ডে ক্রোয়াটদের উড়িয়ে দেয় ৪-২ গোলে।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে ফ্রান্স।

দিনের আরেক ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারানো ক্রোয়েশিয়া ৩ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। সুইডেনের পয়েন্ট শূন্য।

পরের রাউন্ডে আগামী বুধবার ঘরের মাঠে সুইডেনের বিপক্ষে খেলবে পর্তুগাল। একই দিনে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামবে ফরাসিরা।

গোটা ম্যাচে লড়াই হয়েছে সমানে সমান। বল দখলের লড়াইয়ে ৫০ শতাংশ করে অবদান দুই দলের। গোলের দিকে শটও নিয়েছেন তারা সমান দশটি করে। এর মধ্যে উভয় দলের তিনটি শট টার্গেটে ছিল।

 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়