Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ১২ অক্টোবর ২০২০

জহির-সাগরিকার ঘরে আসছে নতুন সদস্য

জহির খান ও সাগরিকা ঘাটগে

জহির খান ও সাগরিকা ঘাটগে

কিছুদিন আগে পরিবারে নতুন সদস্য আগমনের সুসংবাদ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড হার্টথ্রব আনুশকা শর্মা। এবার সেই তালিকায় যুক্ত হলেন সাবেক ক্রিকেটার জহির খান ও বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগে। ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিরর তথ্যটি নিশ্চিত করেছে। 

সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে,বর্তমানে স্বামী জহির খানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন সাগরিকা। গত ৮ অক্টোবর জহির খানের জন্মদিন ছিল। ভারতীয় সাবেক পেসারের জন্মদিন উদযাপনের ছবিও শেয়ার করেছেন সাগরিকা। তখনই সাগরিকার বেবি বাম্প দেখা যায়। জহির খানের কিছু বন্ধুও তার বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

২০১৫ সাল থেকে টানা দুই বছর চুটিয়ে প্রেম করেছেন বলিউড তারকা সাগরিকা ও জহির খান। বলিউডের সঙ্গে ক্রিকেটারদের সখ্য নতুন কিছু নয়। ফলে এ জগতের মানুষের মধ্যে ‘কমন ফ্রেন্ড’ প্রচুর। মূলত এমন কিছু বন্ধুর মাধ্যমেই দুই জগতের দুই তারকার পরিচয় হয়। তারপর হয়ে যায় মনের লেনাদেনা।

২০১৭ সালের মে মাসে সাগরিকাকে বিয়ের প্রস্তাব দেন জহির খান। এ প্রস্তাব সানন্দে গ্রহণ করেন সাগরিকাও। একই বছরের ২৩ নভেম্বর এই প্রেমিক যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন।

২০০৭ সালে ‘চাক দে! ইন্ডিয়া’ সিনেমার মধ্য দিয়ে অভিনয়ের পথচলা শুরু করেন সাগরিকা। শিমিত আমিন পরিচালিত এ সিনেমা বক্স অফিস হিট হয়েছিল। এরপর ‘ফক্স’, ‘রুশ’-এর মতো বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন সাগরিকা।

অন্যদিকে ভারতের পেস বোলিং আক্রমণে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন জহির খান। ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়