Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৪১, ১২ অক্টোবর ২০২০
আপডেট: ১৪:৪২, ১২ অক্টোবর ২০২০

ধোনির মেয়েকে ধর্ষণ হুমকি দেয়া বখাটে আটক

মেয়ের সঙ্গে ধোনি

মেয়ের সঙ্গে ধোনি

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখন আইপিএল খেলতে আরব আমিরাতে আছেন। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জেতা ম্যাচ হেরে যাওয়ায় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনির পাঁচ বছর বয়সী শিশুকন্যা জিভাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

জানা গেছে, হুমকি দেওয়া সেই বখাটেকে আটক করা হয়েছে। রোববার গুজরাটের মুনদ্রা এলাকা থেকে সেই বখাটেকে আটক করেছে রাজ্যটির পুলিশ।

কুচ জেলার পুলিশ সুপার সৌরভ সিংহ ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধোনির স্ত্রী সাক্ষীর ইনস্টাগ্রামে ধর্ষণের হুমকি দেয়া কিশোরকে আটক করা হয়েছে। তার বয়স ১৬। সে নামনা কাপায় গ্রামের বাসিন্দা। স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বাদশ শ্রেণীতে পড়ছে এই বখাটে। 

পুলিশ দাবি করেছে, রাঁচি পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে তাকে আটক করা হয়। এরইমধ্যে নিজের দোষ ‘শিকার’ করে নিয়েছে সেই বখাটে। তাকে বিচারের জন্য রাঁচি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে রাঁচিতে নিজেদের ফার্ম হাউসে রয়েছেন তার স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা। ধর্ষণের হুমকি পাওয়ার পর তাদের বাসার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সাধারণ পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মোতায়েন করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়