স্পোর্টস ডেস্ক
জয়ের লক্ষ্যে আজ মাঠে তামিম-মাহমুদউল্লাহ
ফাইল ছবি
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে আজ তামিম একাদশের মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ একাদশ।
টস জিতে তামিম একাদশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে ম্যাচটি।
নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মাহমুদউল্লাহ একাদশ। তবে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে তামিম ইকবালের নেতৃত্বাধীন তামিম একাদশ।
ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন নাজমুল একাদশের কাছে ৪ উইকেটে ম্যাচ হারে মাহমুদউল্লাহ একাদশ।
ফাইনালে পথে টিকে থাকতে হলে এ ম্যাচটি মাহমুদউল্লাহ একাদশের জন্য গুরুত্বপূর্ণ। যদিও এটি ডাবল-লিগের টুর্নামেন্ট। তবে আরও একটি হার তাদের ফাইনালের পথকে আরও কঠিন করে তুলবে।
জয় দিয়ে এবারের আসরে যাত্রা শুরু করতে চায় তামিম একাদশও। তামিম বলেছিলেন, শিরোপা জয়ই প্রধান লক্ষ্য। তবে ভালো শুরু তাদের সাহস যোগাবে।
টুর্নামেন্ট শুরুর আগে তামিম বলেন, আমরা ট্রফি জয়ের জন্য চেষ্টা করবো। এজন্য আমাদের সেরাটা বের করে আনতে হবে।
তিনি আরও বলেন, মাঠে পারফরমেন্স করাটা গুরুত্বপূর্ণ, এটিই হলো আসল বিষয়। যে দল মাঠে ভালো পারফরমেন্স করতে পারবে তারাই জয়ের স্বাদ পাবে। তাই আমাদের লক্ষ্য হলো সেরা ক্রিকেট খেলা।
করোনার কারনে গত মার্চ থেকে দেশের ক্রিকেট বন্ধ হয়ে পড়ে। ক্রিকেটকে মাঠে ফেরাতে এ টুর্নামেন্ট আয়োজন বিসিবির ধারাবাহিক উদ্যোগের একটি অংশ। যেহেতু করোনাভাইরাসের প্রার্দুভাব এখনো বিদ্যমান, স্বাস্থ্যবিধি মেনে মাঠে দর্শকদের প্রবেশে অনুমতি দেয়নি বিসিবি।
মাঠে উৎসাহ যোগানো দর্শকদের মিস করছেন তামিম বলেন, আমরা দর্শকদের মিস করবো, তবে আমাদের কোভিড-১৯ বিধি অনুসরণ করা জরুরি।
স্কোয়াড :
মাহমুদুল্লাহ একাদশ :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মোমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব, আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।
তামিম একাদশ :
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক বিজয়, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, তাইজুল ইসলাম ও মিনহাজুল আবেদিন আফ্রিদি, শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদি হাসান রানা।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























