Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৫০, ১৩ অক্টোবর ২০২০

‘নেইমার একজনই, আমি শুধু রদ্রিগোই হতে চাই’

নেইমারের সাথে রদ্রিগো

নেইমারের সাথে রদ্রিগো

বয়স টিনএজের কোঠায় থাকলেও নজর কেড়েছেন ব্রাজিলের নতুন সেনসেশন রদ্রিগো। এই ফুটবলারের মাঝে অনেকে দেখছেন নেইমারের ছায়া। যদিও ‘নতুন নেইমার’ হওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানালেন তরুণ এই উইঙ্গার।

২০১৯ সালে সাড়ে চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে আলোচনায় আসেন রদ্রিগো। স্পেনের ক্লাবটির হয়ে গত মৌসুমে জেতেন লা লিগা। এছাড়া বিশ্বের সেরা তরুণ প্রতিভাবান ফুটবলার হিসেবে গোল ডট কমের পুরস্কারও জেতেন আক্রমণভাগের এই ফুটবলার।

১৯ বছর বয়সী রদ্রিগোকে অনেকে নেইমার ও রবিনহোর করে থাকেন। তবে নেইমারের সঙ্গে তুলনাটা হয় বেশি। ১২ বছর বয়স থেকেই নেইমারের সঙ্গে তুলনা করা হচ্ছে রদ্রিগোকে, যখন তিনি তরুণ অ্যাথলেট হিসেবে নাইকির সঙ্গে চুক্তি করেছিলেন।

তবে নিজেকে এসব তুলনায় যেতে নারাজ রদ্রিগো, “আমার ক্যারিয়ারের শুরুতে যখন আমি সান্তোসে আরম্ভ করি, তখন থেকেই তারা আমাকে নেইমার ও রবিনহোর সঙ্গে তুলনা করা শুরু করে। আমার ওপর সবসময় এই চাপ ছিল।”

“তবে আমি সবসময় বলে এসেছি আমি রদ্রিগো হতে চাই এবং নিজের মতো করে গল্প তৈরি করতে চাই। রবিনহো ও নেইমার সান্তোসের আর্দশ ফুটবলার। আমি মাত্রই শুরু করেছি এবং আমি মনে করি নেইমার একজনই। এমন চাপ আমি সবসময় অনুভব করেছি, তবে আমি শুধু রদ্রিগোই হতে চাই।”

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়