Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬, ১৩ অক্টোবর ২০২০
আপডেট: ২১:০০, ১৩ অক্টোবর ২০২০

ক্রিশ্চিয়ানো রোনালদো করোনায় আক্রান্ত

ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার জুভেন্টাসের এই তারকা ফুটবলের রিপোর্ট কোভিড পজিটিভ এসেছে।

দেশটির ফুটবল ফেডারেশন (পিএফএফ) খবরটি নিশ্চিত করেছে। এতে বুধবার সুইডেনের বিরুদ্ধে আয়োজিত ম্যাচে পর্তুগালের পক্ষে খেলতে পারবেন না আক্রমণ ভাগের এ তারকা।

ফেডারেশন আরও জানায়, রোনালদোর শরীরে সংক্রমণ ধরা পড়ার পর দলের বাকি খেলোয়াড়দেরও টেস্ট করা হয়েছে। তবে আর কেউ আক্রান্ত হননি বলে টেস্ট রিপোর্ট থেকে জানা গেছে।

তবে, শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ায় আগামী শনিবার সিরি আ' টুর্নামেন্টে ক্রোটোনের বিপক্ষে এবং দুই দিন পর ডায়নামো কিয়েভের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়