স্পোর্টস ডেস্ক
আপডেট: ২১:৫৭, ১৩ অক্টোবর ২০২০
তামিমদের উড়িয়ে মাহমুদউল্লাহদের জয়
সংগৃহীত
৫০ ওভারের ম্যাচে লক্ষ্য মাত্র ১০৪। আরামসেই জেতার কথা ছিল মাহমুদউল্লাহ একাদশের। মাহমুদউল্লাহর দল জিতেছে বটে, কিন্তু কঠিন ভাবে। ইনিংসের শুরুতে ঘাম ছুটে গেছে মাহমুদউল্লাহদের। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট'স কাপের দ্বিতীয় ম্যাচে তামিম একাদশকে ৫ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহ একাদশ।
বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল তামিম একাদশ। ২৩.১ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যায় দলটি। জবাব দিতে নেমে ২৭ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে মাহমুদউল্লাহ একাদশ।
তামিমদের অল্প রানে গুঁড়িয়ে দেওয়া মাহমুদউল্লাহ একাদশ সহজেই জয় তুলে নেবে মনে হচ্ছিল। কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে দলটির তিন টপ অর্ডার ব্যাটসম্যান আউট হন কোনো রান না করেই।
ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই মোহাম্মদ নাঈমকে (০) ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। পরের ওভারে দ্বিতীয় ও পঞ্চম বলে লিটন দাস (০) ও ইমরুল কায়েসকে (০) ফেরান সাইফউদ্দিন।
এরপর তিন নম্বরে খেলতে নামা মুমিনুল শুরুতে অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়ে ধাক্কা সামলানোর চেষ্টা করেন। তবে মাহদুউল্লাহকে ব্যক্তিগত ৭ রানে ফিরিয়ে জুটিটা ৩৯ রানের বেশি হতে দেননি তাইজুল ইসলাম।
এরপর নুরুল হাসান সোহান দলের হাল ধরেন। মুমিনুলের সঙ্গে ৩৮ রানের জুটি হয় তার। তাইজুলের শিকার হওয়ার আগে ৬২ বলে ৬ চারে ৩৯ রান করেন মুমিনুল। সোহান দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ৩৮ বলে ৬ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪১ রান করেন তিনি।
সাব্বির রহমান অপরাজিত ছিলেন ৪ রানে। সাইফউদ্দিন ও তাইজুল ইসলাম সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন।
এর আগে বল হাতে আগুন ঝরিয়েছেন মাহমুদউল্লাহ একাদশের রুবেল হোসেন ও সুমন খান। ৩টি করে উইকেট নিয়েছেন দুই পেসার। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব নিয়েছেন ২টি করে উইকেট। তাতে অল্পতেই গুটিয়ে যায় তামিম একাদশ।
দলটির পক্ষে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র চারজন। সর্বোচ্চ ২৭ রান আসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। এনামুল হক বিজয় ২৫ রান করেন। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন (১২) ও মেহেদী হাসান (১৯) ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন রুবেল হোসেন।
বৃহস্পতিবার নাজমুল একাদশের বিপক্ষে খেলবে তামিম একাদশ।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























