স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়ী অধিনায়ক আর নেই
সংগৃহীত
নিউজিল্যান্ডের প্রথম অধিনায়ক হিসেবে টেস্ট জিতেছেন জন রিড। ক্যারিয়ারের বড় একটা সময় অধিনায়ক হিসেবেই দায়িত্ব পালন করেছেন তিনি। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বহু আগেই। বুধবার জীবনের ইনিংস থেকে স্থায়ী অবসরে গেলেন কিংবদন্তি এই ক্রিকেটার।
কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ৯২ বছর ১৩৩ দিন বয়সে পরলোকগমন করেছেন জন রিড। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
এক শোক বার্তায় নিউজিল্যান্ড ক্রিকেটের সিইও ডেভিড হোয়াইট বলেছেন- 'জন রিড এই দেশে একজন কিংবদন্তি ছিলেন এবং তিনি এভাবেই রয়ে যাবেন। এই মুহুর্তে তার পরিবারের সঙ্গে আমাদের শ্রদ্ধা রয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট তার দুর্দান্ত ক্যারিয়ারকে সম্মান করে।'
জন রিড খেলেছেন মোটে ৫৮ টেস্ট। এর মাঝে ৩৪টিতেই নেতৃত্ব দিয়েছেন তিনি। তার ১০ বছরের নেতৃত্বে নিউজিল্যান্ড জিতেছে ৩ টেস্ট, ড্র করেছে ১৩টিতে। টেস্ট অভিষেকের ২৬ বছর পর ৪৬তম টেস্টে এসে জনের অধিনায়কত্বেই প্রথম জয়ের মুখ দেখেছে নিউজিল্যান্ড।
ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন জন রিড। আইসিসি'র ম্যাচ রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। টেস্ট ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকা ক্রিকেটারদের মধ্যে পঞ্চম ছিলেন তিনি।
পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও শেষ দিকে এসে উইকেট কিপিং করেছেন জন রিড। এছাড়া অফ স্পিন বলও করেছেন তিনি। ৫৮ টেস্টে ৬ সেঞ্চুরি ও ২২ ফিফটিতে ৩৪২৮ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৮৬ উইকেট।
প্রথম শ্রেনীর ক্রিকেটে ২৪৬টি ম্যাচ খেলে ৩৯ সেঞ্চুরিতে ১৬১২৮ রান করেছেন এই কিংবদন্তি। এই ঘরানায় তার নামের পাশে রয়েছে ৪৬৬ উইকেট।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























