Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ১৬ অক্টোবর ২০২০

স্বাস্থ্যবিধি ‘ভেঙেছেন’ করোনা আক্রান্ত রোনালদো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পর্তুগাল থেকে তুরিনে ফিরে আসার মাধ্যমে জুভেন্তাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো স্বাস্থ্যবিধি ভেঙে থাকতে পারেন বলে ধারণা ইতালির স্বাস্থ্যমন্ত্রী ভিনসেনহো স্পাদাফোরার।

গত রোববার ইউরোপিয়ান নেশন্স লিগে ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ম্যাচ শেষে পর্তুগালের সব খেলোয়াড়ের কভিড-১৯ টেস্ট করা হলে রোনালদোর রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে সেলফ আইসোলেশনে আছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

করোনায় আক্রান্ত হওয়ার আগে দেশের হয়ে ফ্রান্স ও স্পেনের বিপক্ষে দুটি ম্যাচ খেলেন রোনালদো। কিন্তু বুধবার রাতে অনুষ্ঠিত সুইডেনের বিপক্ষে খেলতে পারেননি। অবশ্য তারকা এই খেলোয়াড়কে ছাড়াই ম্যাচটিতে ৩-০ গোলের জয় পায় দিয়েগো সান্তোসের দল।

করোনায় আক্রান্ত হলেও বুধবার সন্ধ্যায় ইতালিতে ফিরে এসেছেন রোনালদো। এ ব্যাপারে জুভেন্তাস এক বিবৃতিতে জানায়, সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমতি দিয়ে ইতালিতে ফিরে এসেছেন তারকা এই ফুটবলার। এখানে তার নিজের বাড়িতে আইসোলেশনে থাকা চালিয়ে যাবেন তিনি।

 

যথাযথ প্রক্রিয়া মেনেই রোনালদো ইতালিতে এসেছেন বলে এই ফরোয়ার্ড ও জুভেন্তাস শিবির দাবি করলেও তাতে একমত নন স্পাদাফোরা। ইতালির ক্রীড়ামন্ত্রীর জানিয়েছেন, সেলফ-আইসোলেশনে থাকার সময় রোনালদোকে ভ্রমণ করতে কোনো অনুমতি দেওয়া হয়েছে কি-না এ বিষয়টি তার জানা নেই।

ইতালিয়ান এক রেডিওকে স্পাদাফোরা বলেন, “স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এসে থাকলে আমি মনে করি, রোনালদো স্বাস্থ্যবিধি ভেঙেছেন।”

অবশ্য জুভেন্তাসের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনীয় অনুমতি নিয়েই রোনালদো ইতালিতে এসেছেন। নতুন টেস্টে তার রিপোর্ট নেগেটিভ এসেছে দ্রুত তার কাছ থেকে এমন ঘোষণার অপেক্ষায় অপেক্ষায় আছেন তারা।

উয়েফার নিয়মানুযায়ী, ইউরোপিয়ান ম্যাচে খেলতে হলে ম্যাচটির এক সপ্তাহ আগে খেলোয়াড়ের করোনার লক্ষণ সংক্রান্ত কোনো অসুস্থতা না থাকার প্রমাণ দিতে হবে।

সে হিসেবে ২০ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে থাকছেন না রোনালদো। আর এক সপ্তাহ পর বার্সেলোনার বিপক্ষে খেলতে হলে ২১ অক্টোবরের মধ্যে করোনা টেস্টে নেগেটিভ হতে হবে তাকে।

 

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়