Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ১৬ অক্টোবর ২০২০

এখন গোলের চিন্তা কম করি: মেসি

লিওনেল মেসি মানেই গোল। তবে বার্সেলোনার এই গোল মেশিন জানালেন, ক্যারিয়ারের বর্তমান অবস্থায় জালে বল জড়ানোর চেয়ে দলীয় পারফরম্যান্সেই বেশি মনোযোগী তিনি।

ক্যারিয়ারের অধিকাংশ সময়ই বার্সেলোনার হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে মেসি ৭৩৪টি ম্যাচ খেলে করেছেন রেকর্ড ৬৩৫টি গোল। অবদান রেখেছেন ২৫৬টি গোলে।

সাম্প্রতিক বছরগুলোতে লক্ষণীয় যে, নিজে গোল করার চেয়ে সতীর্থদের দিয়ে গোল করানোয় বেশি মনোযোগী ৩৩ বছর বয়সী মেসি। গত মৌসুমে তো লা লিগায় তো সবচেয়ে বেশি ২১ গোলে অবদান রেখে নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

নিজের খেলার ধরনের পরিবর্তন নিয়ে এক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “এখন আমি গোল নিয়ে কম ভাবি। আমি চেষ্টা করি, যতটা পারি দলীয় প্রচেষ্টায় অবদান রাখার।”

ক্লাব ফুটবলে বিরতিতে জাতীয় দলের হয়ে সম্প্রতি বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলেছেন মেসি। এর মধ্যে গত শুক্রবার তার একমাত্র গোলে ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করে আর্জেন্টিনা। আর গত মঙ্গলবার বলিভিয়ার মাঠে ২-১ গোলের জয় পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এতে গোল না পেলে দারুণ খেলেছেন মেসি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়